অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
সৌদি আরবের রিয়াদে বসবাসরত ব্যবসায়ী মোঃ রফিইকুল ইসলামের ২ মেয়ে ফৌজিয়া ইয়াসমিন (রওয়াবি) ও ফাইজা তাবাসসুম (রওদার) সাফল্য সৌদি প্রবাসীদের গর্বিত করেছে । দু’জনই রিয়াদ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ বাংলা শাখার ছাত্রী ।
বড় কন্যা ফৌজিয়া ইয়াসমিন (রওয়াবি) জে এস সি পরীক্ষায় গোল্ডেন জি পি এ পেয়েছে এবং মেঝ কন্যা ফাইজা তাবাসসুম (রওদা) পি এস সি পরীক্ষায় বহির্বিশ্বে সর্বোচ্চ নাম্বার প্রাপ্ত হয়েছে ।
তাদের অসাধারণ এ অর্জনে আনন্দিত স্কুলের শিক্ষক , অভিবাবক এবং বি ও ডি কমিটির সদস্যরা। তাদের সাফল্যের নিউজ সোশ্যাল মিডিয়াতে আসার পর, প্রবাসী কন্যা হয়েও এমন অসাধারণ সাফল্যের জন্য সবাই তাদের ধন্যবাদ এবং শুভ কামনা জানাচ্ছেন ।
তারা দেখিয়ে দিয়েছেন প্রবাসে থেকেও আলোকিত সমাজ গঠনে নিজেদের গড়ে তোলা যায়। বড় হয়ে, দেশ ও দশের কাজে আসবে মেধাবী সন্তানরা, এটাই তাদের মা বাবার স্বপ্ন এবং প্রত্যাশা । অন্যদিকে বছরের প্রথম দিনে তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান স্কুলের বই বিতরণ অনুষ্ঠানে আসা বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর সারোয়ার আলম !
আকাশ নিউজ ডেস্ক 

























