অাকাশ জাতীয় ডেস্ক:
সিলেটের জাফলংয়ে অবৈধভাবে পাথর তুলতে গিয়ে গর্ত ধসে এক নারীসহ চার শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকালে মন্দিরের জুম এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন গোয়াইনঘাট থানার ওসি দেলওয়ার হোসেন। নিহত শ্রমিকদের একজন নারী ও তিন জন পুরুষ রয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের নামপরিচয় পাওয়া যায়নি।
ওসি জানান, মন্দিরেরজুম এলাকায় একটি পাথর কোয়ারিতে গর্ত করে পাথর তুলছিলেন কয়েকজন শ্রমিক। বিকাল পৌনে পাঁচটার দিকে হঠাৎ গর্ত ধসে পড়লে চাপা পড়ে ঘটনাস্থলে মারা যান চারজন। স্থানীয়দের সহযোগিতায় পুলিশ মরদেহ উদ্ধারে কাজ করছে বলে জানান ওসি।
দীর্ঘ দিন ধরে সিলেটের বিভিন্ন স্থানে গর্ত করে ঝুঁকিপূর্ণ পাথর উত্তোলনের ফলে মারা যাচ্ছে শ্রমিকরা। গত ১১ মাসে পাথর তুলতে গিয়ে মৃত্যু হয়েছে ৩২ জনের।
আকাশ নিউজ ডেস্ক 
























