অাকাশ জাতীয় ডেস্ক:
ময়মনসিংহে যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় পথচারী এক নারী নিহত হয়েছে। রবিবার দুপুরে ময়মনসিংহ- ঢাকা মহাসড়ক ময়মনসিংহ সদর উপজেলাস্থ চুরখাই নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত হাছিনা বেগম ত্রিশাল উপজেলার বাসিন্দা ছিলেন।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অপারেশন) শাকের আহম্মেদ জানান, দ্রুতগামী বাসের ধাক্কায় ঘটনাস্থলেই ওই নারী মারা যান। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। থানায় ইউডি মামলার প্রস্তুতি চলছে।
আকাশ নিউজ ডেস্ক 






















