ঢাকা ০৬:০০ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ক্ষমতা হস্তান্তর ও গণভোট নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর প্রচেষ্টা অভিযোগ প্রেস সচিবের ‘ক্ষমতায় গেলে গণঅভ্যুত্থানে হতাহতদের পরিবারকে পুনর্বাসন করবে বিএনপি’:রিজভী রাজনৈতিক দলের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে : ইসি আনোয়ারুল বিসমিল্লাহ সারা জীবন থাকবে, সব সময়ই থাকবে: স্বাস্থ্য উপদেষ্টা ইসি যোগ্যতার সঙ্গেই নির্বাচন পরিচালনা করতে সক্ষম হবে: মির্জা ফখরুল বাড্ডায় অটোরিকশা চালকদের সড়ক অবরোধে চরম ভোগান্তি মানবতাবিরোধী অপরাধের মামলায় শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল জন্মহারে বড় ধস, অর্থনৈতিক সংকটের মুখে চীন স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ২১ আপিল শুনানিতে কোনো ধরনের পক্ষপাত করিনি : সিইসি

চীনের সেনাবাহিনীর চেয়ে পর্বত নড়ানো সহজ, ভারতকে হুমকি

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় সিকিম সীমান্তে ভারতকে ভুল সংশোধনের হুমকি দিয়েছে। মন্ত্রণালয়ের মুখপাত্র উ কিয়ান বলেন, পিপলস রিপাবলিক আর্মিকে (চীনের সেনাবাহিনী) নড়ানোর চেয়ে পর্বত নড়ানো সহজ।

সংক্ষিপ্ত ব্রিফিংয়ে বলা হয়, চীনের ভূখণ্ড ও সার্বভৌমত্ব রক্ষায় পিপলস রিপাবলিক আর্মির সক্ষমতা প্রতিনিয়ত বৃদ্ধি করা হচ্ছে। চীন দাবি করে, গত জুনে চীন ডংলাং মালভূমিতে রাস্তা নির্মাণের কাজ বন্ধ করে দিয়েছে। মালভূমিটিকে ভারত ও ভুটান ডকলাম নামে অভিহিত করে এবং এটিকে ভুটান নিজের ভূখণ্ড হিসেবে মনে করে। ভারত এই মালভূমিতে রাস্তা নির্মাণকে গুরুতর নিরাপত্তা ঝুঁকি মনে করে কারণ এতে সাতটি উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যর সঙ্গে সংযোগ স্থাপনকারী সরু ভূখণ্ড ‘চিকেন নেক’ এ সহজে ঢুকে পড়তে পারবে চীনা সেনাবাহিনী

গত সপ্তাহে ভারতের পররাষ্ট্র মন্ত্রী সুষমা স্বরাজ বলেন, দুই দেশের সেনাবাহিনীই এই বিরোধপূর্ণ মালভূমি থেকে প্রত্যাহার করে নিয়ে সমস্যার সমাধানে আলোচনা বসতে হবে। তিনি বলেন, বেশির ভাগ দেশ ভারতের পদক্ষেপকে সমর্থন করে এবং মনে করে চীন ভুটানকে তার ভূখণ্ড হস্তান্তর করতে চক্রান্ত করছে। তিন দেশের সীমান্তে যে ঝুঁকিপূর্ণ ভারসাম্য আছে চীন সেটা পরিবর্তনের চেষ্টা করছে বলে মন্তব্য করেন তিনি।

তবে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, আলোচনায় বসার আগে ভারতকে তার সেনা প্রত্যাহার করতে হবে। ভারতকে কোনো কিছু ভাগ্যের উপর ছেড়ে দিয়ে থাকলে হবে না এবং কোনো অবাস্তব বিভ্রমে থাকলে চলবে না। মুখপাত্র উ কিয়ান যোগ করেন, সেনাবাহিনী জরুরি ব্যবস্থা গ্রহণ করেছে ওই অঞ্চলে এবং সেনা মোতায়েন ও মহড়া বৃদ্ধি করেছে।

গত এক মাস ধরে সিকিম সীমান্ত সংলগ্ন এই মালভূমিতে মুখোমুখি অবস্থানে আছে দুই দেশের সেনাবাহিনী। ভারতের সেনাবাহিনী জানিয়েছে, চীনের সেনাবাহিনী মুখোমুখি অবস্থানে কোনো অতিরিক্ত সেনাবাহিনী নিয়োজিত করেছে। তিব্বতে যে মহড়া চালিয়েছে সেটা চীন সেনাবাহিনীর বার্ষিক মহড়া, তাতে বর্তমান পরিস্থিতির কোনো অবনতি হয়েছে বলে মনে করে না ভারতীয় সেনাবাহিনী।

মালভূমিতে ১৫০ মিটার দূরে দুই পক্ষের ৩০০ জন করে সেনা মুখোমুখি অবস্থানে আছে। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম ভারতকে ১৯৬২ সালের যুদ্ধের কথা স্মরণ করিয়ে দিয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ক্ষমতা হস্তান্তর ও গণভোট নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর প্রচেষ্টা অভিযোগ প্রেস সচিবের

চীনের সেনাবাহিনীর চেয়ে পর্বত নড়ানো সহজ, ভারতকে হুমকি

আপডেট সময় ০৮:০৩:২০ অপরাহ্ন, সোমবার, ২৪ জুলাই ২০১৭

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় সিকিম সীমান্তে ভারতকে ভুল সংশোধনের হুমকি দিয়েছে। মন্ত্রণালয়ের মুখপাত্র উ কিয়ান বলেন, পিপলস রিপাবলিক আর্মিকে (চীনের সেনাবাহিনী) নড়ানোর চেয়ে পর্বত নড়ানো সহজ।

সংক্ষিপ্ত ব্রিফিংয়ে বলা হয়, চীনের ভূখণ্ড ও সার্বভৌমত্ব রক্ষায় পিপলস রিপাবলিক আর্মির সক্ষমতা প্রতিনিয়ত বৃদ্ধি করা হচ্ছে। চীন দাবি করে, গত জুনে চীন ডংলাং মালভূমিতে রাস্তা নির্মাণের কাজ বন্ধ করে দিয়েছে। মালভূমিটিকে ভারত ও ভুটান ডকলাম নামে অভিহিত করে এবং এটিকে ভুটান নিজের ভূখণ্ড হিসেবে মনে করে। ভারত এই মালভূমিতে রাস্তা নির্মাণকে গুরুতর নিরাপত্তা ঝুঁকি মনে করে কারণ এতে সাতটি উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যর সঙ্গে সংযোগ স্থাপনকারী সরু ভূখণ্ড ‘চিকেন নেক’ এ সহজে ঢুকে পড়তে পারবে চীনা সেনাবাহিনী

গত সপ্তাহে ভারতের পররাষ্ট্র মন্ত্রী সুষমা স্বরাজ বলেন, দুই দেশের সেনাবাহিনীই এই বিরোধপূর্ণ মালভূমি থেকে প্রত্যাহার করে নিয়ে সমস্যার সমাধানে আলোচনা বসতে হবে। তিনি বলেন, বেশির ভাগ দেশ ভারতের পদক্ষেপকে সমর্থন করে এবং মনে করে চীন ভুটানকে তার ভূখণ্ড হস্তান্তর করতে চক্রান্ত করছে। তিন দেশের সীমান্তে যে ঝুঁকিপূর্ণ ভারসাম্য আছে চীন সেটা পরিবর্তনের চেষ্টা করছে বলে মন্তব্য করেন তিনি।

তবে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, আলোচনায় বসার আগে ভারতকে তার সেনা প্রত্যাহার করতে হবে। ভারতকে কোনো কিছু ভাগ্যের উপর ছেড়ে দিয়ে থাকলে হবে না এবং কোনো অবাস্তব বিভ্রমে থাকলে চলবে না। মুখপাত্র উ কিয়ান যোগ করেন, সেনাবাহিনী জরুরি ব্যবস্থা গ্রহণ করেছে ওই অঞ্চলে এবং সেনা মোতায়েন ও মহড়া বৃদ্ধি করেছে।

গত এক মাস ধরে সিকিম সীমান্ত সংলগ্ন এই মালভূমিতে মুখোমুখি অবস্থানে আছে দুই দেশের সেনাবাহিনী। ভারতের সেনাবাহিনী জানিয়েছে, চীনের সেনাবাহিনী মুখোমুখি অবস্থানে কোনো অতিরিক্ত সেনাবাহিনী নিয়োজিত করেছে। তিব্বতে যে মহড়া চালিয়েছে সেটা চীন সেনাবাহিনীর বার্ষিক মহড়া, তাতে বর্তমান পরিস্থিতির কোনো অবনতি হয়েছে বলে মনে করে না ভারতীয় সেনাবাহিনী।

মালভূমিতে ১৫০ মিটার দূরে দুই পক্ষের ৩০০ জন করে সেনা মুখোমুখি অবস্থানে আছে। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম ভারতকে ১৯৬২ সালের যুদ্ধের কথা স্মরণ করিয়ে দিয়েছে।