অাকাশ জাতীয় ডেস্ক:
সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরে পাথরবোঝাই ভারতীয় ট্রাক উল্টে পড়ে এক পাথর ব্যবসায়ী নিহত হয়েছেন। তার নাম উজ্জল হোসেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন।
মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে ভোমরা বন্দরের সোনালী ট্রান্সপোট সংলগ্ন জাহাঙ্গীরের চায়ের দোকানে এ দুর্ঘটনা ঘটে। নিহতের উজ্জল হোসেনের বাড়ি খুলনার পাইকগাছায়।
সাতক্ষীরা ভোমরা ইমিগ্রেশন পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জুয়েল জানান, পাথরবোঝাই একটি ট্রাক (যার নং- ডাব্লু বি৭৬-৬২০৩, ভারতীয় ১০ চাকা) আকস্মিক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পার্শ্ববর্তী জাহাঙ্গীরের চায়ের দোকানের ওপর উল্টে পড়ে। এতে ট্রাক চাপা পড়ে পাথর ব্যবসায়ী উজ্জল হোসেন ঘটনাস্থলেই নিহত হন। এসময় চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে থাকা অপর তিনজন আহত হন। আহতদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 
























