অাকাশ জাতীয় ডেস্ক:
গাইবান্ধা-১ সুন্দরগঞ্জের সংসদ সদস্য গোলাম মোস্তফার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার এক শোক বার্তা তিনি এই সংসদ সদস্যের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন এবং মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন।
গত ১৮ নভেম্বর মাইক্রোবাসে করে ঢাকায় আসার পথে বঙ্গবন্ধু সেতুর টাঙ্গাইলের নাটিয়াপাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত হন এমপি গোলাম মোস্তফাসহ চারজন। এরপর থেকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে না ফেরার দেশে চলে যান তিনি।
গতবছরের ডিসেম্বরে গাইবান্ধার সুন্দরগঞ্জের সাংসদ মনজুরুল ইসলাম লিটন খুন হওয়ার পর চলতি বছর মার্চে উপনির্বাচনে গোলাম মোস্তফা গাইবান্ধা-১ আসনের এমপি নির্বাচিত হন।
আকাশ নিউজ ডেস্ক 



















