ঢাকা ০৫:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাদি হত্যার কেবল চার আসামি নয়, সম্পূর্ণ নেটওয়ার্কের বিচার চাই: ইনকিলাব মঞ্চ অচেতন অবস্থায় রংপুরে উদ্ধার গাইবান্ধা-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী কোনো বিশেষ ক্ষেত্রে ভোট দেওয়ার নির্দেশনা দেওয়া সরকারের উচিত নয়: আমির খসরু আওয়ামী লীগকে নির্বাচনে আনতে আন্তর্জাতিক মহলের কোনো চাপ নেই: শফিকুল আলম আমরা এখন আর আইসিইউতে নেই, কেবিনে উঠে এসেছি: অর্থ উপদেষ্টা ‘বন্দি থাকাকালে বেগম জিয়ার পক্ষে কথা বলার কেউই ছিলেন না’:আসিফ নজরুল নোয়াখালীকে হারিয়ে টেবিলের শীর্ষে চট্টগ্রাম রয়্যালস খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোকসভা জোট নয়, এককভাবেই নির্বাচনে লড়বে ইসলামী আন্দোলন ওসমান হাদির ভাইকে যুক্তরাজ্যে বাংলাদেশ মিশনে নিয়োগ

বিশ্বব্যাপী অশান্তি প্রতিরোধে মুসলিমদের ঐক্য প্রয়োজন: প্রধানমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে ঘোষণা দিয়েছেন ইসলামী বিশ্ব তা মানবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ফিলিস্তিন বিষয়ে সকল মুসলিম উম্মাকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি সকল মুসলিম উম্মাকে এক হতে এবং সকল মুসলিম দেশকে এক হতে আহবান করবো। প্যালেস্টাইন যেন তাদের ন্যায্য অধিকার পায় সে ব্যাপারে সকল মুসলিম দেশ যেন ঐক্যবদ্ধ হয় আমরা সেটাই চাই।’

বৃহস্পতিবার বিকালে গণভবনে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে প্রধানমন্ত্রী এ কথা বলেন। তিন দিনের কম্বোডিয়া সফর নিয়ে এই সংবাদ সম্মেলন ডাকেন প্রধানমন্ত্রী।

গতকাল বুধবার জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইসরায়েলের তেলআবিব থেকে মার্কিন দূতাবাস জেরুজালেমে সরিয়ে নেয়ার কথা জানান ট্রাম্প। ট্রাম্পের এই ঘোষণার প্রতিবাদে ফিলিস্তিনসহ বিশ্বের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে জরুরি ভিত্তিতে অধিবেশন ডেকেছে জাতিসংঘ। আগামী ১৩ ডিসেম্বর মুসলিম দেশগুলোর প্রধান জোট ওআইসির জরুরি বৈঠক ডেকেছেন সংস্থাটির সভাপতি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

এছাড়া জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে ট্রাম্পের ঘোষণাকে ‘ফিলিস্তিনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’ উল্লেখ করে এর বিরুদ্ধে ইনতিফাদা বা গণঅভ্যুত্থানের ডাক দিয়েছেন ফিলিস্তিনি ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস নেতা ইসমাইল হানিয়া।

শেখ হাসিনা বলেন, ‘আমেরিকার রাষ্ট্রপতি সুয়োমটো (স্বতস্ফূর্ত) যে ঘোষণাটা দিয়েছেন, আমার মনে হয়ে, মুসলিম বিশ্বের কারো কাছে এটা গ্রহণযোগ্য না।’ প্রধানমন্ত্রী বলেন, ‘জাতিসংঘে এ বিষয়ে রেজ্যুলেশন রয়েছে। কাজেই জাতিসংঘের রেজুলেশন অনুযায়ীই পদক্ষেপ নেয়া উচিৎ। জাতিসংঘের রেজ্যুলেশনকে এভাবে অগ্রাহ্য করা এটা কিন্তু কেউ মেনে নিবে না। এটাই আমাদের বক্তব্য।’

শেখ হাসিনা বলেন, ‘আমরা মনে করি, প্যালেস্টাইন তাদের একটা অধিকার রয়েছে। তাদের নিজস্ব রাষ্ট্রের অবশ্যই স্বীকৃতি দিতে হবে। ৬৭ সালের যে ভূখণ্ডটা প্যালেস্টাইনের ছিল ইস্ট জেরুজালেম তাদের রাজধানী হবার কথা এবং সেটা তাদেরই থাকা উচিৎ। এখানে একতরফাভাবে করা মানে সারা বিশ্বব্যাপী একটি অশান্তি তৈরি করা।’

প্রধানমন্ত্রী বলেন, ‘বিষয়টি নিয়ে শান্তি প্রক্রিয়া আমেরিকা শুরু করেছিল, এজন্য নোবেল প্রাইজও দেয়া হল। এখন সেই শান্তি প্রক্রিয়া ছেড়ে অশান্তির পথে ঠেলে দেয়া এটা কোনোভাবেই কাম্য নয়।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাদি হত্যার কেবল চার আসামি নয়, সম্পূর্ণ নেটওয়ার্কের বিচার চাই: ইনকিলাব মঞ্চ

বিশ্বব্যাপী অশান্তি প্রতিরোধে মুসলিমদের ঐক্য প্রয়োজন: প্রধানমন্ত্রী

আপডেট সময় ১১:৪৬:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০১৭

অাকাশ জাতীয় ডেস্ক:

জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে ঘোষণা দিয়েছেন ইসলামী বিশ্ব তা মানবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ফিলিস্তিন বিষয়ে সকল মুসলিম উম্মাকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি সকল মুসলিম উম্মাকে এক হতে এবং সকল মুসলিম দেশকে এক হতে আহবান করবো। প্যালেস্টাইন যেন তাদের ন্যায্য অধিকার পায় সে ব্যাপারে সকল মুসলিম দেশ যেন ঐক্যবদ্ধ হয় আমরা সেটাই চাই।’

বৃহস্পতিবার বিকালে গণভবনে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে প্রধানমন্ত্রী এ কথা বলেন। তিন দিনের কম্বোডিয়া সফর নিয়ে এই সংবাদ সম্মেলন ডাকেন প্রধানমন্ত্রী।

গতকাল বুধবার জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইসরায়েলের তেলআবিব থেকে মার্কিন দূতাবাস জেরুজালেমে সরিয়ে নেয়ার কথা জানান ট্রাম্প। ট্রাম্পের এই ঘোষণার প্রতিবাদে ফিলিস্তিনসহ বিশ্বের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে জরুরি ভিত্তিতে অধিবেশন ডেকেছে জাতিসংঘ। আগামী ১৩ ডিসেম্বর মুসলিম দেশগুলোর প্রধান জোট ওআইসির জরুরি বৈঠক ডেকেছেন সংস্থাটির সভাপতি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

এছাড়া জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে ট্রাম্পের ঘোষণাকে ‘ফিলিস্তিনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’ উল্লেখ করে এর বিরুদ্ধে ইনতিফাদা বা গণঅভ্যুত্থানের ডাক দিয়েছেন ফিলিস্তিনি ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস নেতা ইসমাইল হানিয়া।

শেখ হাসিনা বলেন, ‘আমেরিকার রাষ্ট্রপতি সুয়োমটো (স্বতস্ফূর্ত) যে ঘোষণাটা দিয়েছেন, আমার মনে হয়ে, মুসলিম বিশ্বের কারো কাছে এটা গ্রহণযোগ্য না।’ প্রধানমন্ত্রী বলেন, ‘জাতিসংঘে এ বিষয়ে রেজ্যুলেশন রয়েছে। কাজেই জাতিসংঘের রেজুলেশন অনুযায়ীই পদক্ষেপ নেয়া উচিৎ। জাতিসংঘের রেজ্যুলেশনকে এভাবে অগ্রাহ্য করা এটা কিন্তু কেউ মেনে নিবে না। এটাই আমাদের বক্তব্য।’

শেখ হাসিনা বলেন, ‘আমরা মনে করি, প্যালেস্টাইন তাদের একটা অধিকার রয়েছে। তাদের নিজস্ব রাষ্ট্রের অবশ্যই স্বীকৃতি দিতে হবে। ৬৭ সালের যে ভূখণ্ডটা প্যালেস্টাইনের ছিল ইস্ট জেরুজালেম তাদের রাজধানী হবার কথা এবং সেটা তাদেরই থাকা উচিৎ। এখানে একতরফাভাবে করা মানে সারা বিশ্বব্যাপী একটি অশান্তি তৈরি করা।’

প্রধানমন্ত্রী বলেন, ‘বিষয়টি নিয়ে শান্তি প্রক্রিয়া আমেরিকা শুরু করেছিল, এজন্য নোবেল প্রাইজও দেয়া হল। এখন সেই শান্তি প্রক্রিয়া ছেড়ে অশান্তির পথে ঠেলে দেয়া এটা কোনোভাবেই কাম্য নয়।’