অাকাশ জাতীয় ডেস্ক:
বেসরকারি কুইন মেরি স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা ও মালিক জামাল ওরফে শাহ্ জামাল ওরফে সেগা জামালকে রাজধানীর প্রগতি সরণি থেকে ইয়াবাসহ গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। শনিবার দিবাগত রাতে প্রগতি সরণিসংলগ্ন একটি আবাসিক এলাকার গেট থেকে শাহ জামালের গাড়ি তল্লাশি করে ৬ হাজার ৬০০ ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক সুমনুর রহমান জানান, কুইন মেরি স্কুল অ্যান্ড কলেজের মালিক শাহ জামাল একজন কুখ্যাত ইয়াবা ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে তিনি এ অপকর্মের সঙ্গে যুক্ত আছেন।
শাহ জামালের মালিকানাধীন স্কুলটি রাজধানীর একটি নামকরা শিক্ষাপ্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির মালিক হিসেবে শাহ জামাল সমাজের বিভিন্ন প্রভাবশালী মহলে চলাফেরা করতেন। তার কলেজ ভবনের ওপরে একটি বিলাসবহুল ফ্ল্যাটে তিনি রংমহল খুলে বসেছিলেন বলে জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তারা।
শাহ জামালের গ্রেফতার ও এ বিষয়ে বিস্তারিত তথ্য আনুষ্ঠানিকভাবে সংবাদমাধ্যমকে ব্রিফ করে বিস্তারিত জানানো হবে বলে জানা গেছে।
আকাশ নিউজ ডেস্ক 

























