ঢাকা ০৬:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মিরপুরের উইকেট নিয়ে মাশরাফি-তামিমের ক্ষোভ

আকাশ স্পোর্টস ডেস্ক:

বিপিএলে সবচেয়ে লো-স্কোরিং ম্যাচের অভিজ্ঞতা হয়েছে তামিম ইকবালের কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও মাশরাফি বিন মুর্তজার রংপুর রাইডার্সের। রংপুরের ৯৮ রানের টার্গেট তাড়া করতে নেমে ঘাম ঝরাতে হয়েছে কুমিল্লার ব্যাটসম্যানদের। এ জন্য মিরপুরের উইকেট নিয়ে ক্ষিপ্ত দুই দলের অধিনায়কই।

মাশরাফি বলেন, টসে হেরে ম্যাচ হেরে গেছি নিশ্চয়ই এই ফিলিংস নিয়ে কেউ মাঠে আসতে চায় না। উইকেট এমন বিহেভ করলে ড্রেসিং রুম পাজলড হয়ে যায় যেকোনো দলেরই। আমি সামর্থ্য নিয়ে প্রশ্ন তুলব না। যে কিউরেটর এই উইকেট বানায় সে আগেও ভালো উইকেট বানিয়েছে। জানি না সমস্যাটা কি। এটা খুঁজে বের করা উচিত।

তবে তামিমের অভিযোগ পিচ কিউরেটর গামিনি ডি সিলভার দিকেই, সবসময় একটি অজুহাত দেওয়া হয় যে মিরপুরে অনেক খেলা হয়। এবার তো ১০ দিন খেলা হলো না।

এরপর এমন উইকেট, এটা কিউরেটর উত্তর দিতে পারবে ভালো। তাকে ডেকে জিজ্ঞেস করা উচিত। সবচেয়ে খারাপ লাগছে, এত দর্শক এল মাঠে। কিন্তু এসে দেখল একদল ৯৭ করছে, আরেক দলের সেটি করতে শেষ ওভার পর্যন্ত যেতে হয়েছে, দর্শকের জন্য এটি হতাশাজনক। কী কারণে এরকম উইকেট বানানো হচ্ছে, আমার ধারণা নেই।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মিরপুরের উইকেট নিয়ে মাশরাফি-তামিমের ক্ষোভ

আপডেট সময় ০৯:৫৮:২৪ পূর্বাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০১৭

আকাশ স্পোর্টস ডেস্ক:

বিপিএলে সবচেয়ে লো-স্কোরিং ম্যাচের অভিজ্ঞতা হয়েছে তামিম ইকবালের কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও মাশরাফি বিন মুর্তজার রংপুর রাইডার্সের। রংপুরের ৯৮ রানের টার্গেট তাড়া করতে নেমে ঘাম ঝরাতে হয়েছে কুমিল্লার ব্যাটসম্যানদের। এ জন্য মিরপুরের উইকেট নিয়ে ক্ষিপ্ত দুই দলের অধিনায়কই।

মাশরাফি বলেন, টসে হেরে ম্যাচ হেরে গেছি নিশ্চয়ই এই ফিলিংস নিয়ে কেউ মাঠে আসতে চায় না। উইকেট এমন বিহেভ করলে ড্রেসিং রুম পাজলড হয়ে যায় যেকোনো দলেরই। আমি সামর্থ্য নিয়ে প্রশ্ন তুলব না। যে কিউরেটর এই উইকেট বানায় সে আগেও ভালো উইকেট বানিয়েছে। জানি না সমস্যাটা কি। এটা খুঁজে বের করা উচিত।

তবে তামিমের অভিযোগ পিচ কিউরেটর গামিনি ডি সিলভার দিকেই, সবসময় একটি অজুহাত দেওয়া হয় যে মিরপুরে অনেক খেলা হয়। এবার তো ১০ দিন খেলা হলো না।

এরপর এমন উইকেট, এটা কিউরেটর উত্তর দিতে পারবে ভালো। তাকে ডেকে জিজ্ঞেস করা উচিত। সবচেয়ে খারাপ লাগছে, এত দর্শক এল মাঠে। কিন্তু এসে দেখল একদল ৯৭ করছে, আরেক দলের সেটি করতে শেষ ওভার পর্যন্ত যেতে হয়েছে, দর্শকের জন্য এটি হতাশাজনক। কী কারণে এরকম উইকেট বানানো হচ্ছে, আমার ধারণা নেই।