আকাশ বিনোদন ডেস্ক:
আগামী বিজয় দিবসে মহরতের মধ্য দিয়ে শুরু হচ্ছে ‘দেশনায়ক’ চলচ্চিত্রের কাজ। চিত্রনাট্য লিখছেন ছটকু আহমেদ। ছবিটির পরিচালাক বজলুর রাশেদ চৌধুরী বলেন, আগামী মাসে ছবির শুটিং শুরু করব। ছবিতে অভিনয় করবেন সোহেল রানা, সুচরিতা ও মিশা সওদাগর। এ ছাড়া আর কারা থাকবেন, এ বিষয়ে আমি একটা চমক রাখতে চাই। ছবির মহরতে ছবির অন্য পাত্রপাত্রীকে পরিচয় করিয়ে দেবো।’
তিনি বলেন, ‘ছবির নাম শুনলে মনে হতে পারে এটি মুক্তিযুদ্ধের ছবি। আসলে তা নয়, এই ছবির মধ্য দিয়ে আমি যুদ্ধের পরবর্তী কিছু বিষয় তুলে ধরার চেষ্টা করব। যারা মুক্তিযুদ্ধের সময় বিরোধিতা করেছিল, তারা দেশ স্বাধীন হওয়ার পরও থেমে নেই। এ ধরনের বিষয় উঠে আসবে ছবিতে।’
পরিচালক আরো বলেন, ‘আমি ২০২০ সাল মাথায় নিয়ে ছবিটি নির্মাণ করছি। এই ছবিতে রোমান্স, অ্যাকশনে থাকবে পরিপূর্ণ। একটা কথা মনে রাখতে হবে, একটা সময় আমরা যে দর্শকদের টার্গেট করে ছবি নির্মাণ করতাম। আমরা ছবি এখন যদি দর্শকদের দেখাতে চাই, তা হলে অবশ্যই বিশ্বমানের ছবি হতে হবে।’
আকাশ নিউজ ডেস্ক 






















