অাকাশ জাতীয় ডেস্ক:
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার লতব্দী ইউনিয়নের কংশপুরা গ্রামে মাদকাসক্ত শ্যালক মো. রানার বিরুদ্ধে তার দুলাভাইকে ছুরি দিয়ে কোপানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ রানাকে আটক করেছে। শুক্রবার দুপুর অাড়াইটার দিকে উপজেলার কংশপুরা অটোস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। আটক রানা কংশপুরা গ্রামের সিরাজ মিয়ার পুত্র।
রানার বাবা সিরাজ জানান, আমার ছেলে দীর্ঘদিন যাবত মাদকাসক্ত। সকাল থেকেই বাড়িতে টাকার উত্তেজনা করছিল। টাকার জন্য আমার বড় মেয়ের জামাই মহসীন দেওয়ানকে ফল কাটার ছুরি দিয়ে আঘাত করে। প্রশাসনের কাছে আমি ছেলের বিচার চাই।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডা. ইভানা সাত্তার জানান, বিকাল ৩টার দিকে আহতের স্বজনরা মুমূর্ষ অবস্থার জরুরি বিভাগে নিয়ে আসে। আহতের শরীরে ৮টি সেলাই করা হয়েছে।
সিরাজদিখান থানার পরিদর্শক (অপারেশন) গাজী মো. সালাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে রানাকে আটক করা হয়েছে। তবে এখন পর্যন্ত স্বজনদের কাছ থেকে থানায় কোন অভিযোগ করা হয়নি।
আকাশ নিউজ ডেস্ক 






















