অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
সীমান্ত উত্তেজনা নিয়ে ভারত ও চীন উত্তপ্ত। আর এ কারণে বিতর্ক উঠেছে কোন দেশ কতটা উন্নতি করেছে, তা নিয়েও। সম্প্রতি এজন্য হাজির করা হয়েছে মহাকাশ থেকে তোলা ছবিও।সম্প্রতি মহাকাশ থেকে তোলা ছবিতে দেখা গেল, আলোতে জ্বলজ্বল করছে ভারত, আর অন্ধকারে ডুবে আছে চীন।জানা গেছে, নাসার একটি প্রজেক্টে ওই ছবি তোলা হয়েছে মহাকাশ থেকে। যে প্রজেক্টের নাম আর্থস সিটি লাইটস। সেখানে বিশ্বের সব দেশের ম্যাপ দেখা যাচ্ছে। তবে চীনের গণমাধ্যম সেই ছবি দেখে মোটেই খুশি নয়।
চীনের সংবাদমাধ্যম পিপল ডেইলি অনলাইন রীতিমত ব্যখ্যা দিয়েছে যে, ওই ছবিতে ভারতকে চীনের থেকে বেশি আলোকিত ও উজ্জ্বল দেখালেও আদতে তা নয়। সেই প্রতিবেদনে ব্যাখ্যা দিয়ে আরও বলা হয়েছে, ভারতের জমির পরিমান অনেক বেশি, আর তিন দিক ঘেরা সমুদ্রে। তাই ভারতকে আলোকিত দেখিয়েছে। ভারতের জমির পরিমাণ ৪০ শতাংশ আর চীনের ক্ষেত্রে তা মাত্র ১২ শতাংশ। এছাড়া চীনের পাহাড়ি অংশে মানুষের বাস কম থাকায় সেই অংশকে অন্ধকারাচ্ছন্ন দেখিয়েছে বলেও উল্লেখ করেছেন তিনি।
আকাশ নিউজ ডেস্ক 



















