অাকাশ জাতীয় ডেস্ক:
বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ ইউনেস্কো ‘মেমরী অব দ্য ওয়ার্ল্ড’-এর স্বীকৃতি দেওয়ায় সারা দেশের ন্যায় লালমনিরহাট জেলায় আনন্দ শোভা যাত্রা করে জেলা প্রশাসন। শনিবার দুুপুরে জেলা সদরের সরকারী বালক উচ্চ বিদ্যালয় মাঠ থেকে আনন্দ শোভা যাত্রাটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) রেজাউল আলম সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, সংসদ সদস্য অ্যাড. সফুরা বেগম রুমী এমপি। এছাড়া আরো উপস্থিত ছিলেন, জেলা আ’লীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. মতিয়ার রহমান, পুলিশ সুপার এস এম রশিদুল হক প্রমূখ।
এ সময় সরকারি দফতরের কর্মকর্তা-কর্মচারী, জেলা আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতা-কর্মী, এনজিও কর্মী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন পেশার হাজার হাজার মানুষ অংশ গ্রহন করেন। এদিকে, জেলার পাটগ্রাম উপজেলায় সকালে, আদিতমারী ও কালীগঞ্জে দুপুরে, হাতীবান্ধায় বিকেলে এ শোভা যাত্র বের করা হয়।
আকাশ নিউজ ডেস্ক 
























