আকাশ বিনোদন ডেস্ক:
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে এক সুন্দরী `পুলিশ কর্মকর্তা`র ছবি। তার হাতে বিনা অপরাধে আটক হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন অনেকে। কেউ কেউ পাঞ্জাব পুলিশে এমন সুন্দরী কর্মকর্তা আদৌ আছে কিনা তার খোঁজ না নিয়েই গ্রেফতার হওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন।
যাকে নিয়ে এতো সব তিনি হলেন `হারলিম মান`। তবে এটা তার আসল পরিচয় নয়। তিনি পুলিশ কর্মকর্তাও নন, তার আসল পেশা হচ্ছে অভিনয়। তিনি অভিনেত্রী কাইনাত অরোরা। সম্প্রতি তার অভিনীত চলচ্চিত্রের চরিত্রে নাম হলো `হারলিম মান`।
বলিউডের এই অভিনেত্রী পাঞ্জাবে অভিনয় করছেন। বলিউডে তেমন সাফল্য পাননি কাইনাত। অভিনয় করেছেন `গ্র্যান্ড মস্তি`, `খাট্টা মিঠা` ছবিতে। আর সম্প্রতি পাঞ্জাবি ছবি `জগ্গা জিউনদে`-তে এক নারী পুলিশ কর্মকর্তার ভূমিকায় অভিনয় করছেন তিনি। ওই ছবির শ্যুটিংয়ের সময় তোলা কয়েকটি ছবি ভাইরাল হয়ে গেছে। আর তাতেই এতসব কাণ্ড। সূত্র: হিন্দুস্তান টাইমস।
আকাশ নিউজ ডেস্ক 

























