আকাশ বিনোদন ডেস্ক:
সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা একটি ছবিতে সালমানের ঘাড় ম্যাসাজ করছেন রণবীর। কিন্তু কেন? জানা গেছে, গেল সোমবার রণবীর সিং সালমান খানের ‘রেস থ্রি’র সেটে গিয়েছিলেন। সেখানে দুই তারকাকে এক ফ্রেমে পেয়ে সুযোগ নষ্ট করেননি পাপারাৎজিরাও। তবে ছবি শিকারিরা নন, এমন দুর্লভ ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে টিপস ফিল্ম অ্যান্ড মিউজিক সংস্থা।
দুই তারকার আড্ডা বেশ জমে উঠেছিল সেটে। তবে ঘাড় ব্যথায় কষ্ট পাচ্ছিলেন সালমান। নিজের প্রিয় অভিনেতার ব্যথা সাড়াতে তাই ‘ম্যাসাজ-ম্যান’ হয়ে উঠেছিলেন রণবীর। বলেছেন, ‘একজন অভিনেতাই বোঝে অন্য অভিনেতার কতটা স্ট্রেস…’।
সালমান ও রণবীরকে এখনও পর্যন্ত দেখা যায়নি এক ছবিতে। তবে তাদের মজার স্বভাবের জন্য ভক্তমহলে অত্যন্ত জনপ্রিয়। তাই সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই ভাইরাল হয়েছে সালমানের ‘ম্যাসাজ-ম্যান’ রণবীরের ছবি।
আকাশ নিউজ ডেস্ক 

























