অাকাশ জাতীয় ডেস্ক:
ঠাকুরগাঁও সদর উপজেলার আক্চা ইউনিয়নে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার রাত ১০টার দিকে ঐ ইউনিয়নের দক্ষিণ ঠাকুরগাঁও নামক স্থানে এ ঘটনা ঘটে। তবে নিহত ব্যক্তির পরিচয় এখনো পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাত ১০টার দিকে ঠাকুরগাঁও শহর থেকে রুহিয়া দিকে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন ঐ চালক।
পথে আক্চা ইউনিয়নের দক্ষিণ ঠাকুরগাঁও নামক স্থানে পৌঁছলে পেছন দিক থেকে একটি দ্রুতগামী ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনার স্থলে অজ্ঞাত পরিচয়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে ঠাকুরগাঁও সদর থানার ওসি আব্দুল লতিফ মিঞা বলেন, এখন পর্যন্ত নিহত মোটর সাইকেল আরোহীর পরিচয় পাওয়া যায়নি। তবে আমরা চেষ্টা করছি।
আকাশ নিউজ ডেস্ক 






















