অাকাশ জাতীয় ডেস্ক:
রাজধানীর ডেমরায় শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে রাজধানীর তেজগাঁও সরকারি বিজ্ঞান কলেজের দুই ছাত্রের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, মিজানুর রহমান মিজান (১৯) ও তানজিমুল মাহতাব (২০)। গতকাল বুধবার দুপুর দেড়টার দিকে শীতলক্ষ্যা নদীর সুলতানা কামাল সেতুর নিচ থেকে তাদের উদ্ধার করা হয়। বর্তমানে তাদের লাশ ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে রয়েছে।
জানা গেছে, নিহত মিজানের বাবার নাম হাবিবুর রহমান। তাদের বাড়ি সারুলিয়ার বামনি’র ১৪৮ নম্বর পশ্চিম টেঙরায়। আর তানজিমুল মাহতাবের বাবার নাম আব্দুল হাই। তাদের বাড়ি কদমতলীর শনির আখড়ার ১৬৭২ নম্বর স্মৃতিধারা আবাসিকে।
নিহতদের স্বজনরা জানান, গতকাল সকালে মিজান ও তানজিমুলের চার বন্ধু ঢাকা থেকে মিজানদের বাড়িতে যায়। এরপর দুপুরে তারা সবাই মিলে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে যান। এক সঙ্গে তারা সবাই নদীতে নামেন। হঠাত্ মিজান, তানজিম ও শিহাব পানিতে তলিয়ে যায়। স্থানীয়রা শিহাবকে উদ্ধার করতে পারলেও মিজান ও তানজিমকে উদ্ধার করতে পারেনি। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে কর্মীরা শীতলক্ষ্যা নদীর সুলতানা কামাল সেতুর নিচ থেকে তাদেরকে উদ্ধার করে। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সকরা তাদের দুইজনকেই মৃত ঘোষণা করেন।
ডেমরা থানার ওসি এসএম কাওসার আহমেদ জানান, কলেজ ছাত্রদের পানিতে ডুবে যাওয়ার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। পরে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে গেলে তাদের সহযোগিতায় দুজনকেই উদ্ধার করা হয় এবং পুলিশ সদস্যরা দ্রুত দুজনকেই ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তবে সেখানে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সকরা তাদের দুইজনকেই মৃত ঘোষণা করেন।
আকাশ নিউজ ডেস্ক 



















