অাকাশ জাতীয় ডেস্ক:
গুলশান থেকে ব্যবসায়ীকে অপহৃত ব্যবসায়ী অনিরুদ্ধ বাড়িতে ফিরেছেন বলে জানা গেছে। শুক্রবার ভোরে তিনি বাসায় ফিরে আসেন বলে জানিয়েছেন তার স্ত্রী শাশ্বতী রায়।কিন্তু তিনি কোথায় ছিলেন সে বিষয়ে কিছু জানাতে পারেননি অনিরুদ্ধের স্ত্রী।
গত ২৭ অাগস্ট বিকেলে ঢাকার কূটনীতিক পাড়া গুলশানের ১ নম্বর সেকশনের ইউনিয়ন ব্যাংকের সামনে থেকে একটি মাইক্রোবাসে অনিরুদ্ধকে তুলে নেওয়া হয়েছিল বলে তার গাড়িচালক জানান।
অনিরুদ্ধ আরএমএম লেদার্সের ব্যবস্থাপনা পরিচালক। তিনি বেলারুশের ‘অনারারি কনসাল’ ছিলেন। অনিরুদ্ধ কানাডার নাগরিক, টরেন্টো-ঢাকা মিলিয়েই থাকেন তিনি।
আকাশ নিউজ ডেস্ক 

























