অাকাশ জাতীয় ডেস্ক:
অধঃস্তন আদালতের বিচারকদের শৃঙ্খলা বিধি নিয়ে গেজেট প্রকাশের ব্যাপারে আপিল বিভাগের বিচারপতিদের সঙ্গে আলোচনা করতে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আবদুল ওয়াহহাব মিঞার বাসা জাজেস কমপ্লেক্সে উপস্থিত হয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
আজ বৃহস্পতিবার রাত ৮ টা ৫ মিনিটে রাজধানীর হেয়ার রোডের জাজেস কমপ্লেক্সে উপস্থিত হন তিনি। আইন মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে গেজেট সংক্রান্ত বিষয়ে আলোচনা ছাড়াও আইনমন্ত্রী আনিসুল হক বিচারপতিদের সঙ্গে নৈশভোজে অংশ নেবেন।
তবে অপর একটি সূত্রে জানা গেছে, সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহার ছুটিতে যাওয়া ও পরে রাষ্ট্রপতির কাছে তার পদত্যাগপত্র জমা দেয়ার পর এসব বিষয় নিয়ে প্রথমবারের মতো আলোচনা করতে আপিল বিভাগের বিচারপতিদের সঙ্গে বৈঠকে বসছেন আইনমন্ত্রী।
আকাশ নিউজ ডেস্ক 




















