অাকাশ নিউজ ডেস্ক:
পুলিশের জিজ্ঞাসাবাদে জঙ্গি সোহেল মাহফুজ গুলশানের হলি আর্টিজান হামলার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছে বলে জনিয়েছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া। বুধবার ডাচ বাংলা ব্যাংক কর্তৃক ডিবি পুলিশকে দুটি মাইক্রোবাস প্রদান করা হয়। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার এ কথা জানান।
আছাদুজ্জামান মিয়া বলেন, হলি আর্টিজান হামলার অন্যতম পরিকল্পনাকারী সোহেল মাহফুজ ওরফে হাতকাটা মাহফুজকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার কাছ থেকে ওই হামলার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। জঙ্গি মাহফুজের দেওয়া তথ্যের উপর ভিত্তি করে শিগগিরই এ মামলার চার্জশিট দেওয়া সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
প্রসঙ্গত, গত ৭ জুলাই দিবাগত রাতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পুষ্কুনি এলাকা থেকে সোহেল মাহফুজ ওরফে হাতকাটা মাহফুজসহ চারজনকে আটক করেছে কাউন্টার টেররিজম ইউনিট ও জেলা পুলিশ। প্রথম দফায় সাত দিনের রিমান্ড শেষে ১৭ জুলাই দ্বিতীয় দফায় সোহেল মাহফুজের আরো ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
আকাশ নিউজ ডেস্ক 



















