অাকাশ বিনোদন ডেস্ক:
আসামের টিভি অভিনেত্রী ও সংগীতশিল্পী বিদিশা বেজবারুয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় গুরগাঁওয়ের পশ সুশান্ত লক এলাকায় তার বাসা থেকে পুলিশ ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। খবর এনডিটিভির। বিদিশা বেজবারুয়া সম্প্রতি মুক্তি পাওয়া বলিউডের সিনেমা `জাগ্গা জাসুস` এ অভিনয় করেছেন।
পুলিশ জানিয়েছে, বিদিশা আসামের জনপ্রিয় টিভি উপস্থাপিকা। তিনি বেশ কিছু স্টেজ শোরও উপস্থাপনা করেছেন। সম্প্রতি মুম্বাই থেকে গুরগাঁওয়ে এসেছেন। পুলিশের উপ কমিশনার দিপক শরনের বরাত দিয়ে এনডিটিভির খবরে বলা হয়, কিছুদিন আগে ওই বাড়িটি ভাড়া নেন বিদিশা। ওই বাসার একটি সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।
দিপক শরন জানান, ওই অভিনেত্রীর বাবার ফোন পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। ঘটনার দিন সন্ধ্যায় বিদিশার বাবা বেশ কয়েকবার তাকে (বিদিশা) ফোন করেন। তিনি ফোন রিসিভ না করলে স্থানীয় পুলিশকে বিষয়টি অবহিত করেন বিদিশার বাবা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিদিশার লাশ উদ্ধার করে।
আকাশ নিউজ ডেস্ক 






















