ঢাকা ১০:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টুঙ্গিপাড়ায় শেখ মুজিবের কবর জিয়ারত করে প্রচারণা শুরু স্বতন্ত্র প্রার্থীর তারেক রহমানের জনসভায় যাওয়ার পথে অসুস্থ ফজলুর রহমান গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠায় ধানের শীষের বিকল্প নেই : ড. মোশাররফ এবার দুষ্কৃতকারীদের ভোটকেন্দ্র থেকে ব্যালট ছিনতাইয়ের সুযোগ নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচনী মিছিলে অসুস্থ হয়ে বিএনপি নেতার মৃত্যু নারী ও পুরুষের সম্মিলিত প্রচেষ্টায় আমরা ভবিষ্যতের বাংলাদেশ গড়ে তুলব: জামায়াত আমির হাসিনা যুগের সমাপ্তি? জয় বললেন ‘সম্ভবত তাই’ ‘দুলাভাই’ ‘দুলাভাই’ ধ্বনিতে মুখরিত সিলেটের আলিয়া মাঠ ভারতে টি-২০ বিশ্বকাপ বর্জনের সিদ্ধান্ত সরকারের বিপুল ভোটে জিতে ১০ দলীয় জোট সরকার গঠন করবে : নাহিদ ইসলাম

অসত্য বক্তব্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করেছেন খালেদা: হানিফ

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দেওয়া বক্তব্যকে ‘সত্যের অপলাপ’ আখ্যা দিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, খালেদা জিয়া মিথ্যাচার করে জাতিকে বিভ্রান্ত করেছেন। সোমবার সকাল সাড়ে ১১টায় কুষ্টিয়া সরকারি কলেজে নব-নির্মিত শেখ হাসিনা হলের উদ্বোধন ও নবীনবরণ অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

হানিফ বলেন, ‘জনগণ জানে ২০০১ সালে তারা ক্ষমতায় আসার পর কীভাবে জোর করে সরকারি কর্মকর্তাদের অবসরে দিয়েছিল, আওয়ামী-মনা সরকারি কর্মকর্তাদের চাকরি থেকে বরখাস্ত করেছিল। তিনিই (খালেদা জিয়া) প্রথম এ দেশে প্রতিহিংসার রাজনীতি চালু করেছিলেন, আর এখন আওয়ামী লীগকে বলছেন প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসতে।’

আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, এই সরকারের অধীনে সংবিধান অনুযায়ীই নির্বাচন হবে। নির্বাচনে ইভিএমের বিপক্ষে বিএনপির অবস্থানের সমালোচনা করে হানিফ বলেন, ‘বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য ১ কোটি ৩০ লাখ ভুয়া ভোটার বানিয়েছিল। সেই জন্য তারা ইভিএম পদ্ধতি চায় না।’

নির্বাচনে সেনা মোতায়েন এবং তাদের বিচারিক ক্ষমতা দেওয়ার দাবি প্রসঙ্গে তিনি বলেন, ‘নির্বাচনে সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দেওয়ার বিধান অতীতে কখনো ছিল না। সেনা মোতায়েন করা না করা— এটা কমিশনের বিষয়।’

কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ কাজি মনজুর কাদির, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ সদর উদ্দিন খান, সিনিয়র সহসভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক আজগর আলী এ সময় উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাটি লিভার থেকে কেন ক্যানসার হওয়ার ঝুঁকি তৈরি হয়, যানালেন চিকিৎক

অসত্য বক্তব্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করেছেন খালেদা: হানিফ

আপডেট সময় ০৩:২২:৩১ অপরাহ্ন, সোমবার, ১৩ নভেম্বর ২০১৭

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দেওয়া বক্তব্যকে ‘সত্যের অপলাপ’ আখ্যা দিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, খালেদা জিয়া মিথ্যাচার করে জাতিকে বিভ্রান্ত করেছেন। সোমবার সকাল সাড়ে ১১টায় কুষ্টিয়া সরকারি কলেজে নব-নির্মিত শেখ হাসিনা হলের উদ্বোধন ও নবীনবরণ অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

হানিফ বলেন, ‘জনগণ জানে ২০০১ সালে তারা ক্ষমতায় আসার পর কীভাবে জোর করে সরকারি কর্মকর্তাদের অবসরে দিয়েছিল, আওয়ামী-মনা সরকারি কর্মকর্তাদের চাকরি থেকে বরখাস্ত করেছিল। তিনিই (খালেদা জিয়া) প্রথম এ দেশে প্রতিহিংসার রাজনীতি চালু করেছিলেন, আর এখন আওয়ামী লীগকে বলছেন প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসতে।’

আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, এই সরকারের অধীনে সংবিধান অনুযায়ীই নির্বাচন হবে। নির্বাচনে ইভিএমের বিপক্ষে বিএনপির অবস্থানের সমালোচনা করে হানিফ বলেন, ‘বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য ১ কোটি ৩০ লাখ ভুয়া ভোটার বানিয়েছিল। সেই জন্য তারা ইভিএম পদ্ধতি চায় না।’

নির্বাচনে সেনা মোতায়েন এবং তাদের বিচারিক ক্ষমতা দেওয়ার দাবি প্রসঙ্গে তিনি বলেন, ‘নির্বাচনে সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দেওয়ার বিধান অতীতে কখনো ছিল না। সেনা মোতায়েন করা না করা— এটা কমিশনের বিষয়।’

কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ কাজি মনজুর কাদির, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ সদর উদ্দিন খান, সিনিয়র সহসভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক আজগর আলী এ সময় উপস্থিত ছিলেন।