অাকাশ জাতীয় ডেস্ক:
মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদী থেকে অজ্ঞাত (পুরুষ) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করছে পুলিশ। নয়াগাও এলাকার শহর রক্ষা বাধ সংলগ্নে মরদেহটি ভাসতে থাকে। শনিবার পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।
মুক্তারপুর নৌ-পুলিশ ফাড়ির উপ-পরিদর্শক জয়নাল আবেদীন বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধারে করে । উদ্ধার শেষে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে, মরদেহটি অনেকদিন আগের এবং মুখমন্ডলসহ শরীরের বিভিন্ন অংশ কঙ্কাল হয়ে গেছে। পুলিশ মরদেহটির পরিচয় অনুসন্ধানে কাজ করছে।
আকাশ নিউজ ডেস্ক 
























