আকাশ বিনোদন ডেস্ক:
‘মনোবাস’ শিরোনামে অপূর্ব ও মৌসুমী হামিদ একত্রে একটি নাটকে অভিনয় করলেন। নাটকি পরিচালনা করেছেন শাখাওয়াত মানিক। বৃহস্পতিবার মাছরাঙা টিভিতে সন্ধ্যা সাড়ে ৭টায় নাটকটি প্রচার হবে। ‘মনোবাস’ রচনা করেছেন শাফিকুর রহমান শান্তুনু। গাজীপুরের একটি রিসোর্টে নাটকের শুটিং হয়েছে।
নাটকের গল্পে দেখা যাবে, তিন বন্ধু পরিকল্পনা করে ঢাকার বাইরে একটি রিসোর্টে বেড়াতে যান। তাদের মধ্যে ছিলেন মৌসুমীও। সেখানে অস্ট্রেলিয়া থেকে লেখাপড়া শেষ করে আসা অপূর্বর সঙ্গে দেখা হয় মৌসুমীর।
অপূর্ব ভালো গান করেন, তার গানের মুগ্ধ হন মৌসুমী। ধীরে ধীরে অপূর্বর প্রতি দুর্বল হতে থাকেন মৌসুমী। কিন্তু আরেক বন্ধু জনি এটা সহ্য করতে পারেননি। এরপর ঘটতে থাকে নানা ঘটনা। অপূর্ব-মৌসুমী ছাড়াও অভিনয় করেছেন এস এন জনি ও সানজানা রিয়া।
আকাশ নিউজ ডেস্ক 






















