অাকাশ জাতীয় ডেস্ক:
রাজবাড়ী সদর হাসপাতালে চার হাত ও চার পায়ের এক শিশু জন্ম গ্রহণ করেছে। মঙ্গলবার রাত ৮ টার দিকে শিশুটির জন্ম হয়। তবে জন্মের অল্প সময়ের মধ্যেই শিশুটি মারা যায়।
হাসপাতাল সুত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যার দিকে শিউলি আক্তার নামে অন্তসত্বা এক নারী সদর হাসপাতালের গাইনি ওয়ার্ডে ভর্তি হন। রাত আটটার দিকে নরমাল ডেলিভারির মাধ্যমে শিশুটিকে প্রসব করেন।
শিশুটির একটি শরীর, একটি মাথা ও দুটি চোখ থাকলেও হাত চারটি ও পা চারটি রয়েছে। জন্মের পরপরই শিশুটিকে দেখার জন্য হাসপাতালে প্রচুর লোক ভীড় করে।
চিকিৎসকরা জানান, এটি মুলত জমজ শিশু। যে কোন কারণে শিশু দুটি মায়ের গর্ভ থেকে জোড়া লেগে যায়। যার কারণে এমন দেখা যাচ্ছে।
আকাশ নিউজ ডেস্ক 
























