অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
সৌদি আরবে রাজপরিবারের সদস্য, মন্ত্রী ও বিনিয়োগকারীদের ধরপাকড়ের চলমান তৎপরতাকে স্বাগত জানিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুবরাজ মোহাম্মদ বিন সালমানের প্রতি তাঁর পূর্ণ আস্থা রয়েছে। স্থানীয় সময় সোমবার সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে দেওয়া এক বার্তায় যুবরাজের প্রতি সমর্থনের বিষয়টি জানান মার্কিন প্রেসিডেন্ট।
চির প্রতিদ্বন্দ্বী ইরানকে মোকাবিলার প্রশ্নে একমত হওয়ায় ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সৌদি আরবের সম্পর্কে নাটকীয় উন্নতি হয়। যুবরাজের কর্মকাণ্ডে সমর্থন দেওয়ায় সে সম্পর্ক আরো মজবুত হলো। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, সোমবার করা টুইটে ‘সৌদি বাদশাহ সালমান ও যুবরাজের ওপর পূর্ণ আস্থা’ রয়েছে বলে জানান ট্রাম্প। সৌদিতে ক্ষমতার শীর্ষে থাকা দুজনের প্রশংসা করে মার্কিন প্রেসিডেন্ট আরো বলেন, ‘তাঁরা ঠিক কী করছেন, তা তাঁরা জানেন।’
কয়েক দিন আগে যুবরাজ এমবিএসের নেতৃত্বে দুর্নীতিবিরোধী একটি কমিটি গঠনের অল্প সময়ের মধ্যে ১১ প্রিন্স, চার মন্ত্রী ও বেশ কয়েকজন সাবেক মন্ত্রীকে আটক করা হয়। বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক পরিসরে সৌদির প্রভাব বাড়াতে ও নিজের ক্ষমতা পাকাপোক্ত করতে যুবরাজ এ উদ্যোগ নিয়েছেন।
আকাশ নিউজ ডেস্ক 



















