অাকাশ নিউজ ডেস্ক:
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দীর্ঘ এক যুগ পর বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ সাতক্ষীরা জেলা শাখার কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে শহীদ অব্দুর রাজ্জাক পার্কস্থ শিল্পকলা একাডেমিতে সমাবেশটি অনুষ্ঠিত হয়।জেলা মহিলা আওয়ামী লীগের সহসভাপতি ফরিদা আক্তার বানুর সভাপতিত্বে কর্মী সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি আলহাজ্ব সাফিয়া খাতুন।
প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাহমুদা খাতুন কৃক। এ ছাড়া বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি মুনসুর আহমেদ, সাতক্ষীরা সদর-২ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. নজরুল ইসলাম, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদিকা শিরিন রোকসানা, শিখা চক্রবর্তী, কামরুল ইসলাম মান্নান, কেন্দ্রীয় নেত্রী দিলরুবা জামান শেলী, আনার কলি পুতুল, আফরোজ হাসমত, কহিনুর খান, ইসমত আরা হ্যাপি, সাবিহা সেতু, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান (যশোর) লাইজু জামান। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্যোৎস্না আরা।
প্রধান অতিথি সাবেক এমপি সাফিয়া খাতুন বলেন, জননেত্রী শেখ হাসিনা সরকারের আমলে দেশের নারীদের মর্যাদা ও সম্মান বৃদ্ধি পেয়েছে। সরকার দেশের পশ্চাৎ নারীদের এগিয়ে আনার জন্য ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃত্বকালীন ছুটি, শিক্ষাক্ষেত্রে উপবৃত্তি সহ নারী উন্নয়নে সরকারের নানামুখী কর্মসূচি অব্যাহত রয়েছে।
তিনি এ সময় সকল বিভেদ ভুলে আগামী সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট প্রদানের মাধ্যমে জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালীকরণে নারীদের ভূমিকা রাখার আহ্বান জানান।
আকাশ নিউজ ডেস্ক 























