অাকাশ জাতীয় ডেস্ক:
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, বিএনপি সুষ্ঠু ধারার রাজনীতিতে ফিরে আসলে তাদের স্বাগত জানানো হবে। তাদের কোনো কর্মসূচিতে বাধা দেয়া হবে না। কিন্তু অতীতে তারা কর্মসূচির নামে সারাদেশে ভাংচুর, জ্বালাও পোড়াও ও মানুষ হত্যা করেছে। এ কারণে সরকার মানুষের জানমাল রক্ষার্থে ব্যবস্থা নিয়েছিল।
বুধবার সকালে কুষ্টিয়া শহরের পিটিআই সড়কে নিজ বাসায় বাস মালিকদের সাথে সভা করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
হানিফ বলেন, বিএনপি নেত্রী লন্ডন থেকে দেশে ফিরে রোহিঙ্গাদের মাঝে ত্রাণ দিতে যাওয়ার নামে শোডাউন দিয়েছেন। দেশে ফিরে বিমানবন্দর থেকে বাসায় ফেরার পথেও শোডাউন করেছেন। সরকারতো তাকে বাধা দেয়নি। তিনি আরও বলেন, কক্সবাজার থেকে ফেরার পথে তারা গাড়িতে আগুন দিয়েছে, বোমা মেরেছে। তারা সেই পুরানো চেহারায় ফিরে যাচ্ছে।
জ্বালাও-পোড়াও করতে চাইলে সরকার কঠোর হাতে দমন করবে বলেও জানান তিনি। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাস মিনিবাস মালিক গ্রুপের সভাপতি আজগর আলী, সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম বাবলু, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সদর উদ্দিন খান, সহ-সভাপতি হাজি রবিউল ইসলাম।
আকাশ নিউজ ডেস্ক 






















