আকাশ বিনোদন ডেস্ক:
১৯৬৯ সালে মুক্তি পেয়েছিল রাজেশ খান্না, নন্দা, সুজিত কুমার অভিনীত চলচ্চিত্র ‘ইত্তেফাক’। যা সেই সময় ব্যাপক জনপ্রিয় হয়। সেই ছবিটিকেই আবার নতুন আঙ্গিকে পর্দায় নিয়ে আসা হচ্ছে। আর এবার তাতে অভিনয় করছেন সিদ্ধার্থ মালহোত্রা, সোনাক্ষি সিনহা ও অক্ষয় খান্না। যা মুক্তি পাবে আর কয়েকদিন বাদেই। মুক্তির কিছুদিন আগে ছোটখাটো বোমা ফাটালেন ছবিটির সহপ্রযোজক শাহরুখ খান। মুম্বাই মিররের খবরে প্রকাশ, ছবিটিতে অক্ষয় খান্নাকে যে চরিত্র দেওয়া হয়েছে সে চরিত্রে নিজে কাজ করতে চেয়েছিলেন শাহরুখ।
ছবিটির আসন্ন মুক্তি উপলক্ষে গতকাল সোমবার আয়োজিত একটি সংবাদ সম্মেলনে শাহরুখ বলেন, “অভিনেতা হিসেবে ‘ইত্তেফাক’ ছবিটিতে আমি অংশ নিতে চেয়েছিলাম। কিন্তু আমি সময় বের করে উঠতে পারিনি। তখন রইস এবং ফ্যান ছবির শুটিং চলছিল। তাই টানা শুটিংয়ে কিছুটা ক্লান্ত হয়ে পড়েছিলাম। কিন্তু আমি খুবই খুশি যেভাবে অভয় ছবিটির স্ক্রিপ্টটাকে বর্তমান সময় অনুসারে সাজিয়েছে। সে আসলেই অসাধারণ কাজ করেছে। আমি আশা করি ইনশা আল্লাহ মুক্তি পেলেই ছবিটি দর্শকদের ভালো লাগবে।”
ছবিতে সিদ্ধার্থ, অক্ষয় ও সোনাক্ষি ছাড়াও অভিনয় করছেন মনোজ জোশি, পারুল গুলাতি, মীর সারোয়ার, শঙ্কর যাদব। ছবিটি পরিচালনা করেছেন অভয় চোপড়া। স্ক্রিপ্টও নতুনভাবে সাজিয়েছেন তিনি। ছবিটি যৌথভাবে প্রযোজনা করছে করনের ধর্ম প্রডাকশন এবং শাহরুখ-গৌরির রেড চিলিস এন্টারটেইনমেন্ট। সঙ্গীত পরিচালনার দায়িত্বে থাকছেন তানিশক বাগচী। চলতি বছরের ৩ নভেম্বর ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 























