অাকাশ নিউজ ডেস্ক:
মুক্তামনি লিমফেটিক মেরফরমেশন রোগে আক্রান্ত হয়েছে বলে নিশ্চিত হয়েছেন ডাক্তাররা। রোববার মুক্তামনির চিকিৎসক ডা. সামন্ত লাল সেন তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, অনেক পরীক্ষা-নিরীক্ষার পর রোগটি সনাক্ত করা গেছে। এটি একটি জন্মগত রোগ। এই রোগের বিশেষত্ব হচ্ছে জন্মের পরপরই কিছু ক্ষেত্রে এই রোগের প্রকাশ কারও ক্ষেত্রে পায়, কারও ক্ষেত্রে পায় না।
মুক্তামনিরটা প্রকাশ পেয়েছে তার জন্মের দেড় বছর পর। গত তিনদিনে মুক্তার রক্তের অনেকগুলো পরীক্ষা এবং ইউরিন টেস্ট হয়েছে। হয়েছে সিটিস্ক্যন, এমআরআই, ডুপ্লেক্স ও আলট্রাসোনোগ্রাফি। রক্ত এবং ইউরিনের রিপোর্ট হাতে পেলেও বাকিগুলো আগামীকাল পাবো। যেগুলো পেয়েছি সেগুলো ভালো আছে, বাকিগুলো আগামীকাল পেলে তার ওপর ভিত্তি করে চিকিৎসা কোনভাবে চলবে সে সিদ্ধান্ত নেওয়া যাবে। ধাপে ধাপে চিকিৎসা করে তাকে সুস্থ করে তুলতে হবে বলে মন্তব্য করেন তিনি।
আকাশ নিউজ ডেস্ক 























