অাকাশ জাতীয় ডেস্ক:
রাষ্ট্রদ্রোহ মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ ৩ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। অভিযোগপত্র আমলে নিয়ে সোমবার ঢাকা মহানগর দায়রা জজ অাদালতের বিচারক মো. কামরুল হোসেন মোল্লা এ আদেশ দেন।
পরোয়ানাভুক্ত অপর দুই আসামি হলেন একুশে টিভির সাবেক সাংবাদিক মাহাথির ফারুকি ও কনক সারোয়ার। একই মামলায় একুশ টিভির সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম জামিনে রয়েছেন।
২০১৫ সালে ৮ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয় অনুমতি নিয়ে তারেক রহমান ও আবদুস সালামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলাটি করেন তেজগাঁও থানার উপ-পরিদর্শক বোরহান উদ্দিন।
আকাশ নিউজ ডেস্ক 























