ঢাকা ০৬:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ১৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দল দেখে না, মানুষ দেখে ভোট দেবেন: মেজর হাফিজ কোনও ধরনের চাঁদাবাজিকে প্রশ্রয় দেওয়া হবে না : ইলিয়াসপত্নী লুনা অবশেষে মুক্তি পেলেন ছাত্রলীগ নেতা সাদ্দাম, স্ত্রী-সন্তানের কবর জিয়ারত ইসলামী নীতি অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করব: চরমোনাই পীর পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মেলাতে প্রযুক্তির দ্রুত অগ্রগতি প্রয়োজন: প্রধান উপদেষ্টা শেরপুরে বিএনপির সঙ্গে সংঘর্ষে জামায়াত নেতা নিহত ধানের শীষ প্রতীক তারেক রহমানের আমানত : রাশেদ খাঁন ফান্ড তৈরি করে বেকার শিক্ষার্থীদের জন্য পুঁজির ব্যবস্থা করব: তাসনিম জারা উত্তরায় ফার্নিচার মার্কেটে আগুন নির্বাচনী প্রস্তুতি প্রত্যাশার চেয়েও ভালো: স্বরাষ্ট্র উপদেষ্টা

সিরিজের শেষ ওয়ানডেতে জয়ের প্রত্যাশা মাশরাফি

আকাশ স্পোর্টস ডেস্ক:

গত এপ্রিলে হুট করে সিদ্ধান্ত নিলেন, দেশের হয়ে আর টি-২০ ক্রিকেট খেলবেন না তিনি। এমন সিদ্ধান্তে হতবিহ্‌বল সমর্থকরা মানববন্ধন পর্যন্ত করেছিলেন। তবে সেই সিদ্ধান্ত পাল্টায়নি আর, যার সুদূরপ্রসারী প্রভাবে নিজের সন্তানতুল্য বাংলাদেশ ক্রিকেট দলকে টি-২০ সিরিজের জন্য দক্ষিণ আফ্রিকায় রেখেই কালকের ম্যাচের পর দেশে ফিরে আসবেন ওয়ানডে ফরম্যাটের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

রোববার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে মাঠে নামবে ২-০ ব্যবধানে সিরিজে পিছিয়ে থাকা বাংলাদেশ। সিরিজ হার এড়ানো সম্ভব না হলেও মাশরাফির প্রত্যাশা জয় তুলে ঘুরে দাঁড়ানোর, ‘ঘুরে দাঁড়ানো তো অবশ্যই সম্ভব। তবে শেষ দুটি ম্যাচ যেভাবে খেলেছি ওইভাবে চিন্তা করলে খুব কঠিন। আমি বিশ্বাস করি, এই দলের সামর্থ্য আছে এর চেয়ে অনেক ভালো ক্রিকেট খেলার। এই পরিস্থিতিতে সেটা অনেক কঠিন মনে হচ্ছে। বোলিংয়ে দুটি উইকেট দলকে উজ্জীবিত করে। ব্যাটিংয়ে ভালো একটি জুটি ওই ম্যাচে দলকে উজ্জীবিত করে। আমাদের তেমন শুরু দরকার হবে।‘

মাশরাফি বলেন, ‘আমি-সহ সবাই দেশের জন্য খেলছি। বড় পরিসরে দেখলে আমরা সিরিজ হেরেছি। কিন্তু এখান থেকে একটা ম্যাচেও যদি ভালো করে যেতে পারি সেটা আমাদের জন্য বড় অর্জন হবে। এই সব দিক থেকে চিন্তা করলে সবকিছু এখনও ইতিবাচকভাবে নেওয়া যায়। যেহেতু একটা ম্যাচ বাকি আছে আমরা সর্বস্ব দেওয়ার চেষ্টা করবো।‘
দলীয় পারফরমেন্সের অভাবে বাংলাদেশ জয়ের মুখ দেখছে না বলে মনে করছেন মাশরাফি, ‘এখানে মুশফিক দুটি পঞ্চাশ (একটি সেঞ্চুরি, একটি ফিফটি) মেরেছে, ইমরুল কায়েস ফিফটি করেছে, আর দুই জন যদি এমন করতে পারত… আগের দিন রুবেল হোসেন, সাকিব আল হাসান ভালো বোলিং করেছে আর দুই জন যদি দুইটা ব্রেক থ্রু এনে দিতে পারত। দলীয় পারফরম্যান্স এখানে হয়নি। কিন্তু আমরা সব সময় দলীয় পারফরম্যান্সেই জিতেছি।‘

তবে এখনও সফর থেকে সাফল্য লাভের সুযোগ আছে বলে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে জানালেন ‘নড়াইল এক্সপ্রেস’, ‘সবকিছু উতরে আসার এখনও অনেক সুযোগ আছে। এখন তিনটা ম্যাচ বাকি। আমরা যদি এখানে ভালো কিছু করতে পারি এই অভিজ্ঞতা সামনে যে কোনো সফরে কাজে লাগবে।‘
ইনজুরির কারণে সফর থেকে ছিটকে গেছেন দলের সেরা ব্যাটসম্যান তামিম ইকবাল ও সেরা বোলার মুস্তাফিজুর রহমান। এ প্রসঙ্গে মাশরাফি বলেন, ‘ব্যাটিংয়ে সেরা ব্যাটসম্যানকে হারানো, বোলিংয়ে সেরা বোলারকে হারানো বড় ধাক্কা আমাদের জন্য। আমার মনে হয়, এই অজুহাত দিয়ে লাভ নেই। আমি যদি বলি, এই জন্য হেরেছি আসলে তা না। অনেক ছোট ছোট কারণ ছিল। দল হিসেবে মাঠে ভালো করতে পারিনি, সে কারণে অনেকটা পিছিয়ে গেছি।‘

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দল দেখে না, মানুষ দেখে ভোট দেবেন: মেজর হাফিজ

সিরিজের শেষ ওয়ানডেতে জয়ের প্রত্যাশা মাশরাফি

আপডেট সময় ০১:০২:৫৪ অপরাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০১৭

আকাশ স্পোর্টস ডেস্ক:

গত এপ্রিলে হুট করে সিদ্ধান্ত নিলেন, দেশের হয়ে আর টি-২০ ক্রিকেট খেলবেন না তিনি। এমন সিদ্ধান্তে হতবিহ্‌বল সমর্থকরা মানববন্ধন পর্যন্ত করেছিলেন। তবে সেই সিদ্ধান্ত পাল্টায়নি আর, যার সুদূরপ্রসারী প্রভাবে নিজের সন্তানতুল্য বাংলাদেশ ক্রিকেট দলকে টি-২০ সিরিজের জন্য দক্ষিণ আফ্রিকায় রেখেই কালকের ম্যাচের পর দেশে ফিরে আসবেন ওয়ানডে ফরম্যাটের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

রোববার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে মাঠে নামবে ২-০ ব্যবধানে সিরিজে পিছিয়ে থাকা বাংলাদেশ। সিরিজ হার এড়ানো সম্ভব না হলেও মাশরাফির প্রত্যাশা জয় তুলে ঘুরে দাঁড়ানোর, ‘ঘুরে দাঁড়ানো তো অবশ্যই সম্ভব। তবে শেষ দুটি ম্যাচ যেভাবে খেলেছি ওইভাবে চিন্তা করলে খুব কঠিন। আমি বিশ্বাস করি, এই দলের সামর্থ্য আছে এর চেয়ে অনেক ভালো ক্রিকেট খেলার। এই পরিস্থিতিতে সেটা অনেক কঠিন মনে হচ্ছে। বোলিংয়ে দুটি উইকেট দলকে উজ্জীবিত করে। ব্যাটিংয়ে ভালো একটি জুটি ওই ম্যাচে দলকে উজ্জীবিত করে। আমাদের তেমন শুরু দরকার হবে।‘

মাশরাফি বলেন, ‘আমি-সহ সবাই দেশের জন্য খেলছি। বড় পরিসরে দেখলে আমরা সিরিজ হেরেছি। কিন্তু এখান থেকে একটা ম্যাচেও যদি ভালো করে যেতে পারি সেটা আমাদের জন্য বড় অর্জন হবে। এই সব দিক থেকে চিন্তা করলে সবকিছু এখনও ইতিবাচকভাবে নেওয়া যায়। যেহেতু একটা ম্যাচ বাকি আছে আমরা সর্বস্ব দেওয়ার চেষ্টা করবো।‘
দলীয় পারফরমেন্সের অভাবে বাংলাদেশ জয়ের মুখ দেখছে না বলে মনে করছেন মাশরাফি, ‘এখানে মুশফিক দুটি পঞ্চাশ (একটি সেঞ্চুরি, একটি ফিফটি) মেরেছে, ইমরুল কায়েস ফিফটি করেছে, আর দুই জন যদি এমন করতে পারত… আগের দিন রুবেল হোসেন, সাকিব আল হাসান ভালো বোলিং করেছে আর দুই জন যদি দুইটা ব্রেক থ্রু এনে দিতে পারত। দলীয় পারফরম্যান্স এখানে হয়নি। কিন্তু আমরা সব সময় দলীয় পারফরম্যান্সেই জিতেছি।‘

তবে এখনও সফর থেকে সাফল্য লাভের সুযোগ আছে বলে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে জানালেন ‘নড়াইল এক্সপ্রেস’, ‘সবকিছু উতরে আসার এখনও অনেক সুযোগ আছে। এখন তিনটা ম্যাচ বাকি। আমরা যদি এখানে ভালো কিছু করতে পারি এই অভিজ্ঞতা সামনে যে কোনো সফরে কাজে লাগবে।‘
ইনজুরির কারণে সফর থেকে ছিটকে গেছেন দলের সেরা ব্যাটসম্যান তামিম ইকবাল ও সেরা বোলার মুস্তাফিজুর রহমান। এ প্রসঙ্গে মাশরাফি বলেন, ‘ব্যাটিংয়ে সেরা ব্যাটসম্যানকে হারানো, বোলিংয়ে সেরা বোলারকে হারানো বড় ধাক্কা আমাদের জন্য। আমার মনে হয়, এই অজুহাত দিয়ে লাভ নেই। আমি যদি বলি, এই জন্য হেরেছি আসলে তা না। অনেক ছোট ছোট কারণ ছিল। দল হিসেবে মাঠে ভালো করতে পারিনি, সে কারণে অনেকটা পিছিয়ে গেছি।‘