ঢাকা ০২:১৮ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মিয়ানমার সামরিক বাহিনীর ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

রোহিঙ্গাদের বিরুদ্ধে নিধনযজ্ঞ চালানোর সাথে জড়িত মিয়ানমার সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন ৪০ জন মার্কিন আইন প্রণেতা। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের কাছে আজ বৃহস্পতিবার পাঠানো এক চিঠিতে আইন প্রণেতারা মিয়ানমার সামরিক বাহিনীর নেতৃবৃন্দের ওপর যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞা আবারো আরোপের আহ্বান জানিয়েছেন।

চিঠিতে মার্কিন প্রতিনিধি পরিষদের রিপাবলিকান ও ডেমোক্রেট সদস্যরা মিয়ানমার সামরিক বাহিনী এবং মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত অন্যান্যদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান। তাদের নিপীড়নের কারণে পাঁচ লক্ষাধিক রোহিঙ্গা মুসলিম মিয়ানমার ছাড়তে বাধ্য হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়।

এতে বলা হয়, রাখাইন রাজ্যের ঘটনা মিয়ানমার কর্তৃপক্ষ অস্বীকার করছে। মিয়ানমারের অভ্যন্তরে আটকে পরা অথবা প্রতিবেশী দেশ থেকে ফিরতে চাওয়া রোহিঙ্গাদের সুরক্ষা ও নিরাপত্তা বিধানে যুক্তরাষ্ট্রের সম্ভব সবকিছুই করা প্রয়োজন।

এর একদিন আগে ওয়াশিংটনে সেন্টার ফর স্ট্র্যাটিজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিসে দেয়া বক্তব্যে রেক্স টিলারসন বলেছেন, রোহিঙ্গা মুসলিমদের ওপর চালানো বর্বরতার জন্য মিয়ানমারের সামরিক নেতৃবৃন্দকে জবাবদিহিতার আওতায় আনা উচিত। মানবাধিকারের এই ভয়াবহ লঙ্ঘনের ঘটনায় যুক্তরাষ্ট্র খুবই উদ্বিগ্ন। বিশ্ব নিরব দাঁড়িয়ে থেকে এই নিষ্ঠুরতা প্রত্যক্ষ করতে পারে না।

টিলারসন আগামী সপ্তাহে ভারত, পাকিস্তানসহ কয়েকটি দেশ সফর করবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মিয়ানমার সামরিক বাহিনীর ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান

আপডেট সময় ০৯:৩৯:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০১৭

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

রোহিঙ্গাদের বিরুদ্ধে নিধনযজ্ঞ চালানোর সাথে জড়িত মিয়ানমার সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন ৪০ জন মার্কিন আইন প্রণেতা। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের কাছে আজ বৃহস্পতিবার পাঠানো এক চিঠিতে আইন প্রণেতারা মিয়ানমার সামরিক বাহিনীর নেতৃবৃন্দের ওপর যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞা আবারো আরোপের আহ্বান জানিয়েছেন।

চিঠিতে মার্কিন প্রতিনিধি পরিষদের রিপাবলিকান ও ডেমোক্রেট সদস্যরা মিয়ানমার সামরিক বাহিনী এবং মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত অন্যান্যদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান। তাদের নিপীড়নের কারণে পাঁচ লক্ষাধিক রোহিঙ্গা মুসলিম মিয়ানমার ছাড়তে বাধ্য হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়।

এতে বলা হয়, রাখাইন রাজ্যের ঘটনা মিয়ানমার কর্তৃপক্ষ অস্বীকার করছে। মিয়ানমারের অভ্যন্তরে আটকে পরা অথবা প্রতিবেশী দেশ থেকে ফিরতে চাওয়া রোহিঙ্গাদের সুরক্ষা ও নিরাপত্তা বিধানে যুক্তরাষ্ট্রের সম্ভব সবকিছুই করা প্রয়োজন।

এর একদিন আগে ওয়াশিংটনে সেন্টার ফর স্ট্র্যাটিজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিসে দেয়া বক্তব্যে রেক্স টিলারসন বলেছেন, রোহিঙ্গা মুসলিমদের ওপর চালানো বর্বরতার জন্য মিয়ানমারের সামরিক নেতৃবৃন্দকে জবাবদিহিতার আওতায় আনা উচিত। মানবাধিকারের এই ভয়াবহ লঙ্ঘনের ঘটনায় যুক্তরাষ্ট্র খুবই উদ্বিগ্ন। বিশ্ব নিরব দাঁড়িয়ে থেকে এই নিষ্ঠুরতা প্রত্যক্ষ করতে পারে না।

টিলারসন আগামী সপ্তাহে ভারত, পাকিস্তানসহ কয়েকটি দেশ সফর করবেন।