অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
প্রতিবেদনে বলা হয়, বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটা শহরের সিবি রোডে ভয়াবহ এ বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনাস্থল সিবি রোড এলাকায় পুলিশের টহল ভ্যানে করে ৩৫ জন পুলিশ যাচ্ছিলেন৷ সেই সময় এ বিস্ফোরণ ঘটানো ঘটে।
কোয়েটার পুলিশ প্রধান আব্দুর রাজ্জাক বলেন, ‘এই ঘটনায় চার পুলিশ ও দুইজন পথচারী নিহত হয়েছেন। তবে এটা আত্মঘাতী হামলা কিনা এখনি বলা যাচ্ছে না।’
ঘটনার তদন্তে পুলিশ সেখানে অবস্থান করছেন বলে জানান তিনি। তবে সিভিল হসপিটাল কোয়েটার এক মুখপাত্র সাতজন নিহত হওয়ার কথা নিশ্চিত করেছেন।
পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদন থেকে জানা যায়, লাহোর থেকে কোয়েটা ফরেনসিক বিশেষজ্ঞ দল যাবে। বৃহস্পতিবার তারা বিস্ফোরণের কারণ খুঁজে বের করার চেষ্টা করবে।
আকাশ নিউজ ডেস্ক 
























