অাকাশ জাতীয় ডেস্ক:
খুলনার পাইকগাছায় শিশু আশরাফুল ও রানা হত্যা মামলার প্রায় দুই বছর অতিবাহিত হলেও এখনো চার্জ গঠন করা হয়নি বলে দুই শিশুর পরিবার অভিযোগ করেছেন। মামলা দু’টি সিআইডি’র অধিনে তদন্তাধীন রয়েছে।
তবে মামলার তদন্ত কর্মকর্তা জানিয়েছেন, দু’টি মামলার মধ্যে একটির চার্জ গঠন করা হয়েছে, আরেকটি মামলার তদন্ত শেষ পর্যায়ে রয়েছে। মামলার আসামিরা জামিনে এসে মামলা প্রত্যাহারের জন্য চাপ সৃষ্টি করছে বলে আসামিদের বিরুদ্ধে অভিযোগ করেছেন বাদি ও তাদের পরিবার।
জানা যায়, উপজেলার দেলুটি ইউনিয়নের হরিণখোলা গ্রামের আহাদুল শিকারীর ৩ বছরের শিশু পুত্র আশরাফুল ইসলাম শিকারী মৃতদেহ ২০১৫ সালের ২৮ নভেম্বর প্রতিবেশী হাফিজুল শিকারীর রান্না ঘরের মিটসেফের তাকের মধ্যে থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় আশরাফুলের পিতা আহাদুল শিকারী বাদী হয়ে হাফিজুর ও তার স্ত্রী রহিমা, পিতা জালাল ও মাতা হাফিজাকে আসামী করে থানায় হত্যা মামলা করে। যার নং- ২৬, তাং ২৮/১১/১৫ ইং। এ মামলায় থানা পুলিশ ৪ আসামিকে আটক করে জেল হাজতে পাঠায়।
অনুরূপভাবে, ১২/১১/২০১৫ ইং তারিখে আসামিদের পুকুর থেকে একই এলাকার শফি হাওলাদারের ৬ বছরের শিশু পুত্র রানার মৃতদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় শিশু রানার মা নাছিমা বেগম বাদী হয়ে একই আসামিদের বিরুদ্ধে থানায় আরেকটি হত্যা মামলা করেন। যার নং- ১, তাং- ১/১২/২০১৫ ইং। মামলা দু’টি থানায় তদন্তাধীন থাকা অবস্থায় কিছু দিনের মধ্যে তদন্তের জন্য সিআইডি’র অধিনে নেওয়া হয়। সিআইডি’র অধিনে শিশু আশরাফুল হত্যা মামলার তদন্ত কর্মকর্তার দায়িত্বে রয়েছেন এসআই আবু হেনা ও শিশু রানা হত্যা মামলার তদন্তে রয়েছেন এসআই এসএম ফিরোজ আহম্মেদ।
ইতোমধ্যে দু’টি মামলার ময়না তদন্ত শেষ হলেও গত প্রায় দুই বছরেও এখনো পর্যন্ত চার্জ গঠন করা হয়নি বলে অভিযোগ করেছেন শিশু আশরাফুলের পিতা আহাদুল শিকারী।
তবে এমন অভিযোগ অস্বীকার করে সিআইডি’র তদন্ত কর্মকর্তা এসএম ফিরোজ আহম্মেদ জানান, তদন্তের নানা প্রক্রিয়া সম্পন্ন করতে গিয়ে চার্জ গঠনে বিলম্ব হয়েছে। তবে ইতোমধ্যে শিশু আশরাফুল হত্যা মামলার চার্জ গঠন করা হয়েছে এবং রানা হত্যা মামলার তদন্ত শেষ পর্যায়ে, আগামী ১ সপ্তাহের মধ্যে এ মামলার চার্জ গঠন করা সম্ভব হবে বলে সিআইডি’র এ কর্মকর্তা জানিয়েছেন।
আকাশ নিউজ ডেস্ক 
























