অাকাশ জাতীয় ডেস্ক:
টাঙ্গাইলের মির্জাপুরে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে বঙ্গবন্ধু রেল সংযোগ সড়ক সংলগ্ন মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের ধেরুয়া ও রানাশাল গ্রামের চকের মধ্যে থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্র জানায়, এলাকাবাসী রেল সংযোগ সড়ক সংলগ্ন ধেরুয়া ও রানাশাল গ্রামের চকের মধ্যে একটি মৃতদেহ পরে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে মির্জাপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুল হক জানান, খবর পেয়ে মৃতদেহটি উদ্ধার করা হয়েছে। দুর্বৃত্তরা অন্য কোথাও লোকটিকে হত্যা করে এখানে ফেলে রাখতে পারে। ময়না তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে তিনি উল্লেখ করেন।
আকাশ নিউজ ডেস্ক 






















