অাকাশ জাতীয় ডেস্ক:
বিএনপির জেষ্ঠ্য যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপি ফিনিক্স পাখির মতো। ভস্ম থেকেও বার বার জেগে উঠে। এবার জেগে উঠলে পালানোর পথও খোঁজে পাবেন না।
আজ মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম মহানগর বিএনপির কার্যালয় নাসিমন ভবন প্রাঙ্গণে এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে একটি নাশকতা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে নগর যুবদল এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। এর আগে সকাল ১১টায় তিনি চট্টগ্রাম প্রেস ক্লাবে লেবার পার্টির প্রতিনিধি সম্মেলনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সেখান আলোচনা সভা শেষে বেরিয়ে আসার পথে লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান এবং পরে নাসিমন ভবন এলাকা থেকে নগর বিএনপি ও সহযোগী সংগঠনের ৩০ নেতাকর্মীকে আটক করে পুলিশ। যদিও পুলিশ ১০ জনকে আটকের কথা স্বীকার করেছে। তবে সন্ধ্যার দিকে পুলিশ মোস্তাফিজুর রহমান ইরানসহ লেবার পার্টির অন্যদের ছেড়ে দেয়।
নেতাকর্মীদের আটক প্রসঙ্গে নাসিমন ভবনের সমাবেশে রুহুল কবির রিজভী বলেন, ইরান এখানে দখল, ভাগ বাটোয়ারার জন্য আসেনি। এসেছিলেন অত্যাচার, নির্যাতন, গুম-অপহরণের বিরুদ্ধে কথা বলতে। তাই ভয় পেয়ে তাকে আটক করা হয়েছে।
তিনি বলেন, তারা টার্গেট করেছে লেবার পার্টির চেয়ারম্যানকে ধরবেই। তাই ক্ষুধার্ত নেকড়ের মতো পুলিশ তাকে ধরে নিয়ে গেছে। এছাড়া নাসিমন ভবনের সমাবেশ থেকে সরকার ভয় পেয়ে বিএনপির সভা-সমাবেশে বাধা দেওয়ার লক্ষ্যে নেতাকর্মীদের ধরে নিয়ে গেছে।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে রিজভী বলেন, জনগণের নিরাপত্তার জন্য, দেশের নিরাপত্তার জন্য, আমাদের সন্তানদের বাঁচানোর জন্য এই দুর্বৃত্তদেরকে ঠেকাতে হবে। আওয়ামী লীগের পেটোয়া বাহিনী যাতে পালাতে না পারে, সেজন্য পথে পথে দলীয় নেতাকর্মীদের অবরোধ গড়ে তুলতে হবে।
তিনি বলেন, ওরা ভয় পায়। বিএনপির আওয়াজ শুনলে ওদের রক্তকণিকা থর থর করে কেঁপে ওঠে। বিএনপির আওয়াজে আওয়ামী লীগের সাধের দুর্গ হুড়মুড় করে ভেঙে পড়বে। একারণেই তারা মিছিল করতে দেয় না, সমাবেশ করতে দেয় না। তিনি বলেন, বেগম জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে শেখ হাসিনা ক্ষমতায় থাকবেন? সে গুড়ে-বালি। ওই ময়ূর সিংহাসন জ্বালিয়ে দেওয়া হবে। ওই সিংহাসনে আপনি বসতে পারবেন না।
শেখ হাসিনার উদ্দেশে রিজভী বলেন, আপনি মনে করছেন ওই পুলিশ বাহিনী আপনাকে বাঁচাবে। আপনার গদি একবার নড়ে উঠলে ওই পুলিশ ধৃত শৃগালের মত পালিয়ে যাবে। আপনাকে রক্ষা করতে ওরা এগিয়ে আসবে না।
সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন ও সাধারণ স¤পাদক আবুল হাশেম বক্করসহ নগর যুবদলের নেতারা।
আকাশ নিউজ ডেস্ক 






















