ঢাকা ০২:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মিমির পাশে দাঁড়ালেন শুভশ্রী

আকাশ বিনোদন ডেস্ক : 

সম্প্রতি পশ্চিম বাংলার বনগাঁয় আয়োজিত এক অনুষ্ঠানে হেনস্তার শিকার হন টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী। এরপর থেকেই বিষয়টি নিয়ে চলছে বিতর্ক। এ নিয়ে থানায় অভিযোগও জানান তিনি। এরই প্রেক্ষিতে গত বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) মিমি চক্রবর্তীকে হেনস্থার অপরাধে তনয় শাস্ত্রী নামে একজনকে গ্রেফতার করা হয়। এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন আরেক অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়।

মিমিকে অনুষ্ঠানের মঞ্চ থেকে নামিয়ে দেওয়া প্রসঙ্গে কলকাতার এই লেডি সুপারস্টার সম্প্রতি এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গিয়ে বলেন, ‘বিগত কিছু সময় ধরে একটা জিনিস আমরা লক্ষ্য করছি, সেলিব্রেটিরা বিশেষ করে মহিলা সেলিব্রিটিরা খুব বেশি সফট টার্গেট হয়ে যাচ্ছে মানুষের কাছে। এই কথাটা কি আমরা মেনে নিচ্ছি? খুব বেশি অভ্যস্ত হয়ে যাচ্ছি এই কথাটার সঙ্গে?’

শুভশ্রী বলেন, ‘কিছুদিন ধরে লগ্নজিতা, মিমি বা মৌনির সঙ্গে যা ঘটছে তা মেনে নেওয়া যায় না। আমাদের সকলের উচিত একসঙ্গে প্রতিবাদ করা। আমাদের সকলকে মাথায় রাখতে হবে যে আমরা এক একজন শিল্পী, আমরা সবাই সম্মানের জন্য কাজ করি। অবশ্যই আমরা পারিশ্রমিক পাই কিন্তু পারিশ্রমিক যারা দেন তারা কিন্তু আমাদের মাথা কিনে নেননি।’

এরপরই সামাজিক মাধ্যমে কটাক্ষ ও ট্রলিং নিয়ে মুখ খোলেন শুভশ্রী। তিনি বলেন, যারা সামাজিক মাধ্যমে কমেন্ট করেন, তাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যে এই সমাজ আপনাদেরও। এই সমাজকে সুস্থ রাখার দায়িত্ব শুধু আমাদের একার নয়, এই দায় আপনাদেরও তাই যা করবেন একটু ভেবেচিন্তে করবেন।

প্রসঙ্গত, কেবল মিমিই নন, কিছুদিন আগে গান গাইতে গিয়ে হেনস্তার শিকার হতে হয় লগ্নজিতাকে। তিনিও থানায় অভিযোগ দায়ের করেছিলেন। এছাড়া সম্প্রতি মৌনি রায়কেও মঞ্চে অশালীন আচরণের শিকার হতে হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নারীদের এনজিও ঋণ শোধের দায়িত্ব নেবে সরকার: মির্জা ফখরুল

মিমির পাশে দাঁড়ালেন শুভশ্রী

আপডেট সময় ০৭:২৮:৪৮ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬

আকাশ বিনোদন ডেস্ক : 

সম্প্রতি পশ্চিম বাংলার বনগাঁয় আয়োজিত এক অনুষ্ঠানে হেনস্তার শিকার হন টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী। এরপর থেকেই বিষয়টি নিয়ে চলছে বিতর্ক। এ নিয়ে থানায় অভিযোগও জানান তিনি। এরই প্রেক্ষিতে গত বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) মিমি চক্রবর্তীকে হেনস্থার অপরাধে তনয় শাস্ত্রী নামে একজনকে গ্রেফতার করা হয়। এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন আরেক অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়।

মিমিকে অনুষ্ঠানের মঞ্চ থেকে নামিয়ে দেওয়া প্রসঙ্গে কলকাতার এই লেডি সুপারস্টার সম্প্রতি এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গিয়ে বলেন, ‘বিগত কিছু সময় ধরে একটা জিনিস আমরা লক্ষ্য করছি, সেলিব্রেটিরা বিশেষ করে মহিলা সেলিব্রিটিরা খুব বেশি সফট টার্গেট হয়ে যাচ্ছে মানুষের কাছে। এই কথাটা কি আমরা মেনে নিচ্ছি? খুব বেশি অভ্যস্ত হয়ে যাচ্ছি এই কথাটার সঙ্গে?’

শুভশ্রী বলেন, ‘কিছুদিন ধরে লগ্নজিতা, মিমি বা মৌনির সঙ্গে যা ঘটছে তা মেনে নেওয়া যায় না। আমাদের সকলের উচিত একসঙ্গে প্রতিবাদ করা। আমাদের সকলকে মাথায় রাখতে হবে যে আমরা এক একজন শিল্পী, আমরা সবাই সম্মানের জন্য কাজ করি। অবশ্যই আমরা পারিশ্রমিক পাই কিন্তু পারিশ্রমিক যারা দেন তারা কিন্তু আমাদের মাথা কিনে নেননি।’

এরপরই সামাজিক মাধ্যমে কটাক্ষ ও ট্রলিং নিয়ে মুখ খোলেন শুভশ্রী। তিনি বলেন, যারা সামাজিক মাধ্যমে কমেন্ট করেন, তাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যে এই সমাজ আপনাদেরও। এই সমাজকে সুস্থ রাখার দায়িত্ব শুধু আমাদের একার নয়, এই দায় আপনাদেরও তাই যা করবেন একটু ভেবেচিন্তে করবেন।

প্রসঙ্গত, কেবল মিমিই নন, কিছুদিন আগে গান গাইতে গিয়ে হেনস্তার শিকার হতে হয় লগ্নজিতাকে। তিনিও থানায় অভিযোগ দায়ের করেছিলেন। এছাড়া সম্প্রতি মৌনি রায়কেও মঞ্চে অশালীন আচরণের শিকার হতে হয়েছে।