আকাশ স্পোর্টস ডেস্ক :
নিরাপত্তা শঙ্কায় ভারতে খেলতে অস্বীকৃতি জানানোয় এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেছে বাংলাদেশ দল। লিটন-তাসকিনদের পরিবর্তে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করা হয়েছে স্কটল্যান্ডকে। তবে লাল-সবুজের দল না থাকলেও বিশ্বমঞ্চে ঠিকই থাকছে বাংলাদেশের প্রতিনিধিত্ব। আইসিসির ঘোষিত ম্যাচ অফিসিয়ালদের তালিকায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশের দুই অভিজ্ঞ আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত ও গাজী সোহেল।
শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ রেফারি ও আম্পায়ারদের তালিকা প্রকাশ করে আইসিসি। সেখানে নিশ্চিত হয়েছে, গ্রুপ পর্বের ম্যাচগুলোতে অন-ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন এই দুই বাংলাদেশি।
আইসিসির ঘোষণা অনুযায়ী, গ্রুপ পর্বে মোট ২৪ জন আম্পায়ার দায়িত্ব পালন করবেন। শরফুদ্দৌলা সৈকত ও গাজী সোহেলের পাশাপাশি এই তালিকায় রয়েছেন রিচার্ড কেটলবোরো, আহসান রাজা, ল্যাংটন রুসেরে ও অ্যাড্রিয়ান হোল্ডস্টকের মতো বিশ্বখ্যাত আম্পায়াররা। তবে সুপার এইট ও নকআউট পর্বের ম্যাচগুলোতে কারা আম্পায়ারিং করবেন, তা টুর্নামেন্টের পরবর্তী ধাপে জানানো হবে।
আইসিসির ম্যাচ অফিসিয়ালদের তালিকা-
ম্যাচ রেফারি: রঞ্জন মাদুগালে, রিচি রিচার্ডসন, জাভাগাল শ্রীনাথ, ডেভিড গিলবার্ট, অ্যান্ড্রু পাইক্রফট ও ডিন কস্কার।
আম্পায়ার: শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত (বাংলাদেশ), গাজী সোহেল (বাংলাদেশ), কুমার ধর্মসেনা, রিচার্ড কেটলবরো, রিচার্ড ইলিংওয়ার্থ, রডনি টাকার, নিতিন মেনন, আহসান রাজা, ক্রিস গ্যাফানি, পল রেইফেল, অ্যালেক্স ওয়ার্ফ, স্যাম নোগাজস্কি, ডোনোভান কখ, অ্যাড্রিয়ান হোল্ডস্টক, জয়ারামন মাদানাগোপাল, আল্লাহুদ্দিন পালেকার, আসিফ ইয়াকুব, ক্রিস ব্রাউন, কে এন এ পদ্মনাভান, ল্যাংটন রুসেরে, লেসলি রেইফার, রাভীন্দ্রা বিমালাসিরি, রোল্যান্ড ব্ল্যাক ও ওয়েন নাইটস।
আকাশ নিউজ ডেস্ক 
























