আকাশ জাতীয় ডেস্ক :
সাতক্ষীরার আশাশুনিতে সেনাবাহিনীর টহল দলের সদস্যের মারধরে এক যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাতে কাকবাশিয়া বাজারে নিহত ইসমাইল হোসেন (২২) জেলেখালির মহিরউদ্দীন সানার ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে মোটরসাইকেলে করে হেলমেট ছাড়াই তিন বন্ধু কাকবাশিয়া বাজারে আসছিলেন। এ সময় সেনাবাহিনীর সদস্যরা তাদের গতিরোধ করেন এবং ইসমাইল হোসেনকে মারধর করেন। এতে ঘটনাস্থলেই ইসমাইলের মৃত্যু হয়। ঘটনার পরপরই সেনাসদস্যরা সেখান থেকে চলে যান।
আশাশুনি থানার ওসি শামীম আহমেদ খান বলেন, ‘ঘটনাস্থলে একজনের লাশ পড়ে থাকার খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। বিস্তারিত পরে জানানো সম্ভব হবে।
সেনাক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট আসেফ আহসান চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ ধরনের কোনো ঘটনা তার জানা নেই।
আকাশ নিউজ ডেস্ক 


















