ঢাকা ০৭:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ১৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে জমি নিয়ে বিরোধে ভাতিজার হাতে চাচা খুন হেলমেট না থাকায় ‘সেনাসদস্যের মারধরে’ যুবকের মৃত্যু বিএনপি-এনসিপির সংঘর্ষে আহত ১০ ‘জান্নাতের টিকিট শেষ, এখন বিকাশে ভাড়া দিচ্ছে একটি দল’: খোকন আসুন, সবাই মিলে মর্যাদার বাংলাদেশ গড়ি: তারেক রহমান একাত্তরে হিন্দুদের নির্যাতনকারীরাই নবরূপে ফিরে নির্বাচনে দাঁড়িয়েছে: সালাহউদ্দিন সাদিক কায়েম আপনার কথায় ফ‍্যাসিবাদের টোন রয়ে গেছে : হামিম জামায়াত ও আওয়ামী লীগ ‘মুদ্রার এপিঠ-ওপিঠ’: মাহফুজ আলম নির্বাচিত হলে ৫ বছর বিনা পয়সায় সেবা করব,আমি প্রতিজ্ঞাবদ্ধ: হাসনাত আবদুল্লাহ নির্বাচনকালীন অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে বিএসএফ সচেষ্ট : বিজিবি

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৪১ জঙ্গি নিহত

আকাশ আন্তর্জাতিক ডেস্ক : 

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বেলুচিস্তান প্রদেশে দুটি জঙ্গি আস্তানায় নিরাপত্তা বাহিনী অভিযানে ৪১ জন জঙ্গি নিহত হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) দেশটির সেনাবাহিনীর মিডিয়া শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে।

আইএসপিআর জানায়, বেলুচিস্তান প্রদেশের পাঞ্জগুর জেলায় প্রথম অভিযানে ৩০ জন জঙ্গি নিহত হয়েছে। এরপর হারনাই জেলায় দ্বিতীয় অভিযানে আরও ১১ জন জঙ্গি নিহত হয়েছে। দুটি অভিযান গতকাল চালানো হয়েছে এবং এতে কোনে সেনা নিহত হয়নি বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

বিবৃতিতে দাবি করা হয়েছে, নিহত জঙ্গিরা প্রতিবেশী ভারত দ্বারা সমর্থিত ছিল, কিন্তু অভিযোগের সমর্থনে কোনও প্রমাণ দেয়নি। তারা বলেছে, নিহতরা নিরাপত্তা বাহিনীর উপর একাধিক হামলা এবং ব্যাংক ডাকাতির সঙ্গে জড়িত ছিল।

বিবৃতিতে আরও বলা হয়েছে, অবশিষ্ট জঙ্গিদের নির্মূল করার জন্য উভয় জেলায় অভিযান অব্যাহত রয়েছে। এদিকে দেশটির প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এবং প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ পৃথক বিবৃতিতে অভিযানের জন্য নিরাপত্তা বাহিনীর প্রশংসা করেছেন।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে পাকিস্তানে জঙ্গি সহিংসতা বৃদ্ধি পেয়েছে। যার জন্য মূলত বালুচ বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী এবং তেহরিক-ই-তালিবান পাকিস্তান বা টিটিপি নামে পরিচিত পাকিস্তানি তালেবানদের দায়ী করা হয়েছে। এর একটি অংশ আফগানিস্তানের তালেবানদের সঙ্গে সখ্য রয়েছে বলে দাবি ইসলামাবাদের।

আফগানিস্তানের সঙ্গে একটি বিশাল সীমান্ত ভাগ করে নেওয়া বেলুচিস্তান দীর্ঘদিন ধরে ইসলামাবাদে পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের কাছ থেকে স্বাধীনতা চাইতে থাকা বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলির বিদ্রোহের কেন্দ্রস্থল হয়ে উঠেছে। প্রদেশটিতে পাকিস্তানি তালেবান এবং নিষিদ্ধ ঘোষিত বালুচ লিবারেশন আর্মি এবং আইএসআইএসসহ অন্যান্য গোষ্ঠীগুলির আক্রমণও দেখা গেছে। যদিও কর্মকর্তারা বলছেন, বিদ্রোহ মূলত নিয়ন্ত্রণে এসেছে, তবে বেলুচিস্তানে সহিংসতা অব্যাহত রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৪১ জঙ্গি নিহত

আপডেট সময় ০৬:০৭:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬

আকাশ আন্তর্জাতিক ডেস্ক : 

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বেলুচিস্তান প্রদেশে দুটি জঙ্গি আস্তানায় নিরাপত্তা বাহিনী অভিযানে ৪১ জন জঙ্গি নিহত হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) দেশটির সেনাবাহিনীর মিডিয়া শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে।

আইএসপিআর জানায়, বেলুচিস্তান প্রদেশের পাঞ্জগুর জেলায় প্রথম অভিযানে ৩০ জন জঙ্গি নিহত হয়েছে। এরপর হারনাই জেলায় দ্বিতীয় অভিযানে আরও ১১ জন জঙ্গি নিহত হয়েছে। দুটি অভিযান গতকাল চালানো হয়েছে এবং এতে কোনে সেনা নিহত হয়নি বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

বিবৃতিতে দাবি করা হয়েছে, নিহত জঙ্গিরা প্রতিবেশী ভারত দ্বারা সমর্থিত ছিল, কিন্তু অভিযোগের সমর্থনে কোনও প্রমাণ দেয়নি। তারা বলেছে, নিহতরা নিরাপত্তা বাহিনীর উপর একাধিক হামলা এবং ব্যাংক ডাকাতির সঙ্গে জড়িত ছিল।

বিবৃতিতে আরও বলা হয়েছে, অবশিষ্ট জঙ্গিদের নির্মূল করার জন্য উভয় জেলায় অভিযান অব্যাহত রয়েছে। এদিকে দেশটির প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এবং প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ পৃথক বিবৃতিতে অভিযানের জন্য নিরাপত্তা বাহিনীর প্রশংসা করেছেন।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে পাকিস্তানে জঙ্গি সহিংসতা বৃদ্ধি পেয়েছে। যার জন্য মূলত বালুচ বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী এবং তেহরিক-ই-তালিবান পাকিস্তান বা টিটিপি নামে পরিচিত পাকিস্তানি তালেবানদের দায়ী করা হয়েছে। এর একটি অংশ আফগানিস্তানের তালেবানদের সঙ্গে সখ্য রয়েছে বলে দাবি ইসলামাবাদের।

আফগানিস্তানের সঙ্গে একটি বিশাল সীমান্ত ভাগ করে নেওয়া বেলুচিস্তান দীর্ঘদিন ধরে ইসলামাবাদে পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের কাছ থেকে স্বাধীনতা চাইতে থাকা বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলির বিদ্রোহের কেন্দ্রস্থল হয়ে উঠেছে। প্রদেশটিতে পাকিস্তানি তালেবান এবং নিষিদ্ধ ঘোষিত বালুচ লিবারেশন আর্মি এবং আইএসআইএসসহ অন্যান্য গোষ্ঠীগুলির আক্রমণও দেখা গেছে। যদিও কর্মকর্তারা বলছেন, বিদ্রোহ মূলত নিয়ন্ত্রণে এসেছে, তবে বেলুচিস্তানে সহিংসতা অব্যাহত রয়েছে।