আকাশ জাতীয় ডেস্ক :
এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং কুমিল্লা-৪ আসনে জামায়াত জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন, নির্বাচিত হলে পাঁচ বছর বিনা পয়সায় আপনাদের সেবা করব। আমি আপনাদের কাছে প্রতিজ্ঞাবদ্ধ। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে ওয়াদা খেলাফ করব না। নিজে দুর্নীতি করব না। আমার আওতাধীন কাউকে দুর্নীতি করার সুযোগ দেব না। সরকারি সকল বরাদ্দ যথাযথভাবে সুষম বণ্টন করব। আমি কোনো চাঁদাবাজ, টেন্ডারবাজ জায়গা দেব না।
শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল ১১টার দিকে কুমিল্লার দেবিদ্বার উপজেলার রাজামেহার শিকদার বাড়িতে একটি পথসভায় তিনি এসব কথা বলেন।
ভোটারদের উদ্দেশে হাসনাত বলেন, আপনারা আমাকে নিঃস্বার্থভাবে ভোট দেন। আমিও নিঃস্বার্থভাবে আপনাদের জন্য নিজেকে উজাড় করে দেব। অতীতে আপনারা যাদেরকে ভোট দিয়ে সংসদে পাঠিয়েছেন তারা নিজেদের পেট ভরেছে, চাঁদাবাজি, টেন্ডারবাজি, অনিয়ম-দুর্নীতি করেছে। ব্যাংকের টাকা লুট করে ঋণখেলাপি হয়েছে। দেশের টাকা পাচার করে বিভিন্ন দেশে দ্বৈত নাগরিকত্ব নিয়েছে।
তিনি বলেন, শাপলা কলিকে বিপুল ভোটে জয়লাভ করাতে আপনারা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যাবেন। প্রার্থী আসলো কি না, সেটা দেখার দরকার নাই। অতীতে দেশে অনেক প্রার্থী জেলখানায় থেকেও নির্বাচনে জিতেছে। চট্টগ্রামে জামায়াতের শাজাহান চৌধুরী জেলখানায় বসে নির্বাচনে জিতেছেন। জিতানোর জন্য প্রার্থী আসতে হবে এমন কোনো কথা নাই।
হাসনাত বলেন, যাদের ভোট দেওয়ার বয়স হয় নাই আপনারা আঙ্কেল-আন্টিকে বলবেন শাপলা কলিতে ভোট দেওয়ার জন্য। মসজিদে গিয়ে বলবেন শাপলা কলিতে ভোট দিতে। আপনাদের শ্বশুরবাড়ি, বোন জামাইর বাড়ি, মামার বাড়ি, আত্মীয়-স্বজন সবাইকে বলবেন শাপলা কলিতে ভোট দিতে। নির্বাচনের আগে আপনারা আমার জন্য খাটলে নির্বাচনের পরে আমি আপনাদের জন্য খাটতে পারব।
এদিন তিনি উপজেলার রাজামেহার ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ এবং পথসভা করেন। এ সময় জামায়াত এবং এনসিপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আকাশ নিউজ ডেস্ক 



















