ঢাকা ০৭:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ১৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে জমি নিয়ে বিরোধে ভাতিজার হাতে চাচা খুন হেলমেট না থাকায় ‘সেনাসদস্যের মারধরে’ যুবকের মৃত্যু বিএনপি-এনসিপির সংঘর্ষে আহত ১০ ‘জান্নাতের টিকিট শেষ, এখন বিকাশে ভাড়া দিচ্ছে একটি দল’: খোকন আসুন, সবাই মিলে মর্যাদার বাংলাদেশ গড়ি: তারেক রহমান একাত্তরে হিন্দুদের নির্যাতনকারীরাই নবরূপে ফিরে নির্বাচনে দাঁড়িয়েছে: সালাহউদ্দিন সাদিক কায়েম আপনার কথায় ফ‍্যাসিবাদের টোন রয়ে গেছে : হামিম জামায়াত ও আওয়ামী লীগ ‘মুদ্রার এপিঠ-ওপিঠ’: মাহফুজ আলম নির্বাচিত হলে ৫ বছর বিনা পয়সায় সেবা করব,আমি প্রতিজ্ঞাবদ্ধ: হাসনাত আবদুল্লাহ নির্বাচনকালীন অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে বিএসএফ সচেষ্ট : বিজিবি

সাদিক কায়েম আপনার কথায় ফ‍্যাসিবাদের টোন রয়ে গেছে : হামিম

আকাশ জাতীয় ডেস্ক : 

ডাকসু ভিপি সাদিক কায়েমের সাম্প্রতিক এক বিতর্কিত বক্তব্যের জবাব দিয়েছেন ঢাবি ছাত্রদল নেতা শেখ তানভীর বারী হামিম। সাদিক কায়েম সাম্প্রতিক এক বক্তব্যে বলেছেন, ‘হাসিনাকে যেভাবে লাথি দিয়ে ভারত পাঠিয়েছি, আপনাদের সঙ্গেও সেভাবে ডিল করব।’ এর জবাবে হামিম বলেছেন, তবে এবার ডিল বা চুক্তি করার সুযোগ পাওয়া যাবে না।

আজ শুক্রবার সকালে হামিম তার ভেরিফায়েড ফেসবুক পেজে লেখেন, “সাদিক কায়েম গতকালকে বক্তব‍্যে বলেছেন-‘হাসিনাকে যেভাবে লাথি দিয়ে ভারত পাঠিয়েছি, আপনাদের সঙ্গে সেভাবে DEAL করব।’ সাদিক কায়েম শব্দচয়নটা আপনি ঠিকই করেছেন। DEAL মানে সাধারণত ‘চুক্তি’ করাকে বোঝায়। তবে এবার সে সুযোগ আপনাদের আর হচ্ছে না।”

হামিম আরো বলেন, ‘ছাত্রলীগের মিছিল করে, নৌকা নৌকা স্লোগান দিয়ে হলে থেকে কিংবা বিভিন্ন অনুষদ ছাত্রলীগ কমিটির নেতা হয়ে ফ‍্যাসিবাদী আমলে ভালো থাকার যে চুক্তি করেছিলেন সেটি এবার আর সম্ভব হবে না। কেননা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সজাগ রয়েছে যেন কোনো গুপ্ত, কোনো ভণ্ড-প্রতারক আমাদের দলে অনুপ্রবেশ করতে না পারে।’

ছাত্রদল ফ‍্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে গুম-খুন-হামলা-মামলায় সর্বোচ্চ জর্জরিত বলে মন্তব্য করেছেন কবি জসীমউদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিম।

ভিপি সাদিক কায়েমকে উদ্দেশ্য করে হামিম বলেন, ‘আপনার কথায় এখনো ফ‍্যাসিবাদের টোন রয়ে গেছে। নতুন করে ফ‍্যাসিবাদী শক্তির সঙ্গে কোনো ডিল করেছেন কি না জানতে ইচ্ছে করে। ডিল বজায় রাখলেও রাখতে পারেন। তবে, আমরা কিন্তু কারো কাছে জিম্মি রেখে, ডিল করে রাজনীতি করিনি।’ সাদিক কায়েমকে সংযত বক্তব্য প্রদানের আহ্বান জানিয়েছে হামিম বলেন, ‘মুখের ভাষা ভালো করুন, কণ্ঠে গণতন্ত্র ও শান্তি-সমৃদ্ধির সুর আনুন। নতুবা ছাত্রলীগ যে পথে বিতাড়িত হয়েছে তাদের সুযোগ‍্য উত্তরসূরী হিসেবে আপনাদেরও ভারতের পাশের কোনো রাষ্ট্রে যেতে হবে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাদিক কায়েম আপনার কথায় ফ‍্যাসিবাদের টোন রয়ে গেছে : হামিম

আপডেট সময় ০৩:৪৬:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬

আকাশ জাতীয় ডেস্ক : 

ডাকসু ভিপি সাদিক কায়েমের সাম্প্রতিক এক বিতর্কিত বক্তব্যের জবাব দিয়েছেন ঢাবি ছাত্রদল নেতা শেখ তানভীর বারী হামিম। সাদিক কায়েম সাম্প্রতিক এক বক্তব্যে বলেছেন, ‘হাসিনাকে যেভাবে লাথি দিয়ে ভারত পাঠিয়েছি, আপনাদের সঙ্গেও সেভাবে ডিল করব।’ এর জবাবে হামিম বলেছেন, তবে এবার ডিল বা চুক্তি করার সুযোগ পাওয়া যাবে না।

আজ শুক্রবার সকালে হামিম তার ভেরিফায়েড ফেসবুক পেজে লেখেন, “সাদিক কায়েম গতকালকে বক্তব‍্যে বলেছেন-‘হাসিনাকে যেভাবে লাথি দিয়ে ভারত পাঠিয়েছি, আপনাদের সঙ্গে সেভাবে DEAL করব।’ সাদিক কায়েম শব্দচয়নটা আপনি ঠিকই করেছেন। DEAL মানে সাধারণত ‘চুক্তি’ করাকে বোঝায়। তবে এবার সে সুযোগ আপনাদের আর হচ্ছে না।”

হামিম আরো বলেন, ‘ছাত্রলীগের মিছিল করে, নৌকা নৌকা স্লোগান দিয়ে হলে থেকে কিংবা বিভিন্ন অনুষদ ছাত্রলীগ কমিটির নেতা হয়ে ফ‍্যাসিবাদী আমলে ভালো থাকার যে চুক্তি করেছিলেন সেটি এবার আর সম্ভব হবে না। কেননা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সজাগ রয়েছে যেন কোনো গুপ্ত, কোনো ভণ্ড-প্রতারক আমাদের দলে অনুপ্রবেশ করতে না পারে।’

ছাত্রদল ফ‍্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে গুম-খুন-হামলা-মামলায় সর্বোচ্চ জর্জরিত বলে মন্তব্য করেছেন কবি জসীমউদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিম।

ভিপি সাদিক কায়েমকে উদ্দেশ্য করে হামিম বলেন, ‘আপনার কথায় এখনো ফ‍্যাসিবাদের টোন রয়ে গেছে। নতুন করে ফ‍্যাসিবাদী শক্তির সঙ্গে কোনো ডিল করেছেন কি না জানতে ইচ্ছে করে। ডিল বজায় রাখলেও রাখতে পারেন। তবে, আমরা কিন্তু কারো কাছে জিম্মি রেখে, ডিল করে রাজনীতি করিনি।’ সাদিক কায়েমকে সংযত বক্তব্য প্রদানের আহ্বান জানিয়েছে হামিম বলেন, ‘মুখের ভাষা ভালো করুন, কণ্ঠে গণতন্ত্র ও শান্তি-সমৃদ্ধির সুর আনুন। নতুবা ছাত্রলীগ যে পথে বিতাড়িত হয়েছে তাদের সুযোগ‍্য উত্তরসূরী হিসেবে আপনাদেরও ভারতের পাশের কোনো রাষ্ট্রে যেতে হবে।’