ঢাকা ০৬:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ১৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে জমি নিয়ে বিরোধে ভাতিজার হাতে চাচা খুন হেলমেট না থাকায় ‘সেনাসদস্যের মারধরে’ যুবকের মৃত্যু বিএনপি-এনসিপির সংঘর্ষে আহত ১০ ‘জান্নাতের টিকিট শেষ, এখন বিকাশে ভাড়া দিচ্ছে একটি দল’: খোকন আসুন, সবাই মিলে মর্যাদার বাংলাদেশ গড়ি: তারেক রহমান একাত্তরে হিন্দুদের নির্যাতনকারীরাই নবরূপে ফিরে নির্বাচনে দাঁড়িয়েছে: সালাহউদ্দিন সাদিক কায়েম আপনার কথায় ফ‍্যাসিবাদের টোন রয়ে গেছে : হামিম জামায়াত ও আওয়ামী লীগ ‘মুদ্রার এপিঠ-ওপিঠ’: মাহফুজ আলম নির্বাচিত হলে ৫ বছর বিনা পয়সায় সেবা করব,আমি প্রতিজ্ঞাবদ্ধ: হাসনাত আবদুল্লাহ নির্বাচনকালীন অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে বিএসএফ সচেষ্ট : বিজিবি

জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করা হবে, দুলুর নির্বাচনী ইশতেহার ঘোষণা

আকাশ জাতীয় ডেস্ক : 

নাটোর-২ আসনের ধানের শীষের প্রার্থী বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু শুক্রবার জেলা বিএনপির কার্যালয়ে জনাকীর্ণ এক সংবাদ সম্মেলনে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।

সকাল ৯টায় ইশতেহার প্রদানের জন্য আয়োজিত অনুষ্ঠানে দুলু বলেন, প্রতিহিংসা নয় উন্নয়ন প্রতিযোগিতার রাজনীতিতে বিশ্বাস করি আমি। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রদত্ত ৩১ দফার আলোকে নাটোর ও নলডাঙ্গার সার্বিক উন্নয়নে তথা শান্তির জনপদ হিসেবে গড়ে তুলতে বিগত তিনবারের সংসদ সদস্য ও মন্ত্রী হিসেবে অভিজ্ঞতার আলোকে কাজ করতে চাই। ইশতেহার বাস্তবায়নে স্থানীয়দের মতামত গ্রহণ এবং অগ্রগতি তুলে ধরে জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করা হবে। উত্থাপিত ইশতেহারে বীর মুক্তিযোদ্ধা এবং জুলাইযোদ্ধাদের যথাযথ সম্মান প্রদান ও পুনর্বাসন, আহত জুলাইযোদ্ধাদের উন্নত চিকিৎসা ও শিক্ষার ব্যবস্থা নিশ্চিত করা হবে।

নাটোর চিনিকলের আধুনিকায়ন ও ইপিজেড প্রতিষ্ঠা করে কর্মসংস্থানের সুযোগ তৈরি করা, শিক্ষার উন্নয়নে কৃষি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ প্রতিষ্ঠা, স্বাস্থ্য উন্নয়নে সদর হাসপাতালে আইসিইউ, সিসিইউ, বার্ন ইউনিট চালু করা, ট্রমা সেন্টার প্রতিষ্ঠা করার কথা বলেছেন তিনি।

দুলু আরও বলেন, কৃষি ক্ষেত্রে আধুনিক হিমাগার নির্মাণ ও জেলার অন্যতম অর্থকরী ফসল পানের নিরাপদ উৎপাদন ও রফতানি এবং অ্যাগ্রিকালচার এক্সপোর্ট প্রসেসিং জোন প্রতিষ্ঠা, নাটোর-নলডাঙ্গা সড়ক চার লেনে উন্নীত, শহরে নতুন বাইপাস, ফ্লাইওভার ও ওভারপাস নির্মাণ, নাটোর স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে। রাণীভবানী রাজবাড়ি, উত্তরা গণভবন এবং মিনি কক্সবাজার খ্যাত পাটুলের সংস্কার, ইকো রিসোর্ট স্থাপন করে পর্যটনকেন্দ্র গড়ে তোলা হবে। সর্বোপরি নাটোর ও নলডাঙ্গা পৌরসভাকে গ্রিন ও ক্লিন সিটিতে রূপান্তর করবেন বলেও দুলু প্রতিশ্রুতি দেন।

‌‌‘নতুন নাটোর, নতুন আশা’ এই স্লোগানকে সামনে রেখে নাটোর ও নলডাঙ্গা উপজেলার উন্নয়ন প্রতিশ্রুতির দশ দফাভিত্তিক এই ইশতেহার প্রদানের সময় আরও উপস্থিত ছিলেন, নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব, নাটোর আইনজীবী সমিতির সভাপতি ও পিপি অ্যাডভোকেট রুহুল আমিন তালুকদার টগর, সাধারণ সম্পাদক শরীফুল হক মুক্তা, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম, শহীদুল্লাহ সোহেল, সদর থানা বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম মাস্টার, নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব ফরহাদ আলী দেওয়ান শাহিন ও জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করা হবে, দুলুর নির্বাচনী ইশতেহার ঘোষণা

আপডেট সময় ০১:৩৩:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬

আকাশ জাতীয় ডেস্ক : 

নাটোর-২ আসনের ধানের শীষের প্রার্থী বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু শুক্রবার জেলা বিএনপির কার্যালয়ে জনাকীর্ণ এক সংবাদ সম্মেলনে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।

সকাল ৯টায় ইশতেহার প্রদানের জন্য আয়োজিত অনুষ্ঠানে দুলু বলেন, প্রতিহিংসা নয় উন্নয়ন প্রতিযোগিতার রাজনীতিতে বিশ্বাস করি আমি। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রদত্ত ৩১ দফার আলোকে নাটোর ও নলডাঙ্গার সার্বিক উন্নয়নে তথা শান্তির জনপদ হিসেবে গড়ে তুলতে বিগত তিনবারের সংসদ সদস্য ও মন্ত্রী হিসেবে অভিজ্ঞতার আলোকে কাজ করতে চাই। ইশতেহার বাস্তবায়নে স্থানীয়দের মতামত গ্রহণ এবং অগ্রগতি তুলে ধরে জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করা হবে। উত্থাপিত ইশতেহারে বীর মুক্তিযোদ্ধা এবং জুলাইযোদ্ধাদের যথাযথ সম্মান প্রদান ও পুনর্বাসন, আহত জুলাইযোদ্ধাদের উন্নত চিকিৎসা ও শিক্ষার ব্যবস্থা নিশ্চিত করা হবে।

নাটোর চিনিকলের আধুনিকায়ন ও ইপিজেড প্রতিষ্ঠা করে কর্মসংস্থানের সুযোগ তৈরি করা, শিক্ষার উন্নয়নে কৃষি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ প্রতিষ্ঠা, স্বাস্থ্য উন্নয়নে সদর হাসপাতালে আইসিইউ, সিসিইউ, বার্ন ইউনিট চালু করা, ট্রমা সেন্টার প্রতিষ্ঠা করার কথা বলেছেন তিনি।

দুলু আরও বলেন, কৃষি ক্ষেত্রে আধুনিক হিমাগার নির্মাণ ও জেলার অন্যতম অর্থকরী ফসল পানের নিরাপদ উৎপাদন ও রফতানি এবং অ্যাগ্রিকালচার এক্সপোর্ট প্রসেসিং জোন প্রতিষ্ঠা, নাটোর-নলডাঙ্গা সড়ক চার লেনে উন্নীত, শহরে নতুন বাইপাস, ফ্লাইওভার ও ওভারপাস নির্মাণ, নাটোর স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে। রাণীভবানী রাজবাড়ি, উত্তরা গণভবন এবং মিনি কক্সবাজার খ্যাত পাটুলের সংস্কার, ইকো রিসোর্ট স্থাপন করে পর্যটনকেন্দ্র গড়ে তোলা হবে। সর্বোপরি নাটোর ও নলডাঙ্গা পৌরসভাকে গ্রিন ও ক্লিন সিটিতে রূপান্তর করবেন বলেও দুলু প্রতিশ্রুতি দেন।

‌‌‘নতুন নাটোর, নতুন আশা’ এই স্লোগানকে সামনে রেখে নাটোর ও নলডাঙ্গা উপজেলার উন্নয়ন প্রতিশ্রুতির দশ দফাভিত্তিক এই ইশতেহার প্রদানের সময় আরও উপস্থিত ছিলেন, নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব, নাটোর আইনজীবী সমিতির সভাপতি ও পিপি অ্যাডভোকেট রুহুল আমিন তালুকদার টগর, সাধারণ সম্পাদক শরীফুল হক মুক্তা, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম, শহীদুল্লাহ সোহেল, সদর থানা বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম মাস্টার, নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব ফরহাদ আলী দেওয়ান শাহিন ও জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম প্রমুখ।