আকাশ স্পোর্টস ডেস্ক :
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগ্রাসী কর্মকাণ্ডে বিশ্বজুড়ে ২০২৬ ফুটবল বিশ্বকাপ বয়কটের পক্ষে জনমত ক্রমেই বাড়ছে।
গ্রিনল্যান্ড দখলের পরিকল্পনা থেকে ট্রাম্প পিছু না হটলে বিশ্বকাপ বয়কটের হুমকি দিয়েছে ইউরোপের দুই পরাশক্তি জার্মানি ও নেদারল্যান্ডস। এবার নিরাপত্তা শঙ্কায় ফুটবলপ্রেমীদের বিশ্বকাপ দেখতে যুক্তরাষ্ট্রে যেতে নিষেধ করলেন সাবেক ফিফা সভাপতি সেপ ব্লাটার।
২০২৬ বিশ্বকাপের অধিকাংশ ম্যাচ হবে যুক্তরাষ্ট্রে। ট্রাম্প সরকারের বিতর্কিত অভিবাসন ও ভিসানীতির কারণে সমর্থকদের জন্য যুক্তরাষ্ট্রকে নিরাপদ মনে করছেন না ব্লাটার।
বিশ্বকাপে যুক্তরাষ্ট্রপর্বের ম্যাচগুলো বয়কটের প্রশ্নে তিনি সুইজারল্যান্ডের দুর্নীতিবিরোধী আইনজীবী মার্ক পিয়েথের মন্তব্যের পক্ষে অবস্থান নিয়েছেন। সম্প্রতি ফুটবলপ্রেমীদের যুক্তরাষ্ট্র থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন পিয়েথ।
দুর্নীতির অভিযোগে ২০১৫ সালে ফিফা সভাপতির পদ ছাড়েন ব্লাটার। গত বছর তিনি মুক্তি পেয়েছেন সব অভিযোগ থেকে।
ব্লাটারের সময় ফিফায় বিভিন্ন সংস্কার নিয়ে কাজ করেছেন পিয়েথ। তার মন্তব্যকে সমর্থন জানিয়ে সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে ব্লাটার লিখেছেন, ‘আমি মনে করি, এই বিশ্বকাপ নিয়ে প্রশ্ন তুলে সঠিক কাজ করেছেন মার্ক পিয়েথ।’
ট্রাম্পের অভিবাসন নীতির বিরুদ্ধে প্রতিবাদ করায় যুক্তরাষ্ট্রের দুজনকে গুলি করে হত্যা করা হয়েছে। এর প্রেক্ষিতে পিয়েথ বলেছিলেন, ‘আমি ফুটবলপ্রেমীদের একটাই পরামর্শ দেব, যুক্তরাষ্ট্র থেকে দূরে থাকুন। টেলিভিশনে এর চেয়ে ভালোভাবে বিশ্বকাপ দেখতে পারবেন। যুক্তরাষ্ট্রে পৌঁছার পর সমর্থকদের মনে রাখতে হবে, কর্তৃপক্ষের সঙ্গে সঠিক আচরণ না করলে সঙ্গে সঙ্গে তাদের ফেরত পাঠানো হবে। যদি তাদের ভাগ্য ভালো হয়।’
আকাশ নিউজ ডেস্ক 

























