আকাশ জাতীয় ডেস্ক :
ধর্মীয় মূল্যবোধ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক। আজ মঙ্গলবার বিকেলে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ১১ দলীয় জোটের নির্বাচনি প্রচারণায় এ আহ্বান জানান মাওলানা মামুনুল হক।
এ সময় তিনি বলেন, ‘লড়াই করতে চাইলে রাজপথে আসুন। আমরা আবু সাঈদদের মতো জীবন দিতে প্রস্তুত আছি।’
এ সময় তিনি ধর্মীয় মূল্যবোধ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। সমাবেশে ১১ দলীয় জোটের অন্যান্য শীর্ষ নেতারাও বক্তব্য রাখেন।
বক্তারা আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে জনগণকে সংগঠিত হওয়ার আহ্বান জানান এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন। সমাবেশে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।
সমাবেশে মামুনুল হক হবিগঞ্জ-১ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের সিরাজুল ইসলাম মিরপুরীকে পরিচয় করিয়ে দেন এবং রিকসা মার্কায় ভোট চান।
আকাশ নিউজ ডেস্ক 






















