ঢাকা ০৭:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ১৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কর্মসংস্থান সৃষ্টি করে বেকার সমস্যার সমাধান করা হবে: তারেক রহমান ‘তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতে রাজনৈতিক দলগুলো একমত’:আলী রিয়াজ পুরো বাংলাদেশের কাছে মির্জা আব্বাস বাহিনীর হামলার বিচার দিলাম: নাসীরুদ্দীন চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি: মির্জা আব্বাস শীর্ষ জেনারেলকে বরখাস্ত করলেন শি জিনপিং ইলিয়াস মোল্লাহর জমি–গাড়ি–মার্কেট–ফ্ল্যাট জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ ডেনমার্ক-গ্রিনল্যান্ড নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ‘রাজনীতি শুধু ক্রিকেট নয়, গোটা মানবজাতির ক্ষতি করছে’: সাকলাইন মুশতাক ময়মনসিংহে জনসভায় যোগ দিয়েছেন তারেক রহমান সীমান্তের ওপার থেকে আসা গুলিতে টেকনাফে দুই কিশোর আহত

ময়মনসিংহে জনসভায় যোগ দিয়েছেন তারেক রহমান

আকাশ জাতীয় ডেস্ক :

অবসান ঘটল দীর্ঘ ২২ বছরের। ময়মনসিংহে সার্কিট হাউস মাঠের জনসভায় যোগ দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার আগমনকে কেন্দ্র করে নগরজুড়ে সকাল থেকেই ব্যানার-ফেস্টুন আর স্লোগানে মুখরিত হয়ে উঠেছে ময়মনসিংহের রাজপথ।

মঙ্গলবার দুপুর ১২টার পর থেকেই নগরীর বিভিন্ন প্রবেশপথ দিয়ে নেতা-কর্মীদের ঢল নামতে শুরু করে। টাউন হল, নতুন বাজার, চরপাড়া ও পাটগোদাম ব্রিজসহ প্রতিটি মোড় থেকে বিএনপি, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা বিশাল বিশাল মিছিল নিয়ে সার্কিট হাউস মাঠের দিকে অগ্রসর হন।

আনন্দমোহন সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি হুজ্জাতুল ইসলাম মুনের নেতৃত্বে একটি বড় মিছিল দুপুরে মাঠে প্রবেশ করে।

নেত্রকোনার দুর্গাপুর থেকে আসা মঞ্জুরুল হক বলেন, আওয়ামী লীগের হাতে দুই হাত হারানোর বিচার এখনো পাইনি। তারেক রহমান নিশ্চিত করবেন সেই বিচার, এ জন্যই এসেছি।

অন্যদিকে, বিএনপি নেতা সারোয়ার হোসেন জানান, অবহেলিত ময়মনসিংহের উন্নয়নের রূপরেখা আজ তারেক রহমানের কাছ থেকে শোনার অপেক্ষায় আছেন তারা। নারী কর্মীদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। মহিলা দল কর্মী ফারজানা শারমিন বলেন, দীর্ঘ প্রতীক্ষার পর তিনি আসছেন। এলাকার উন্নয়ন ও নারীদের ভাগ্য পরিবর্তনে তার পরিকল্পনা শুনতে আমরা দলে দলে এসেছি।

সার্কিট হাউস মাঠে জনসভা উপলক্ষে ৬৪ ফুট দৈর্ঘ্য ও ৪৪ ফুট প্রস্থের বিশাল মঞ্চ তৈরি করা হয়েছে। তারেক রহমানের ভাষণ যেন সবাই স্পষ্ট শুনতে পান, সেজন্য পুরো এলাকায় ৭০টি মাইক স্থাপন করা হয়েছে। এ ছাড়া মঞ্চে ও তার দুই পাশে বসানো হয়েছে ৪টি বড় এলইডি স্ক্রিন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দোয়াই অসম্ভবকে সম্ভব করে দেয়

ময়মনসিংহে জনসভায় যোগ দিয়েছেন তারেক রহমান

আপডেট সময় ০৪:৩০:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬

আকাশ জাতীয় ডেস্ক :

অবসান ঘটল দীর্ঘ ২২ বছরের। ময়মনসিংহে সার্কিট হাউস মাঠের জনসভায় যোগ দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার আগমনকে কেন্দ্র করে নগরজুড়ে সকাল থেকেই ব্যানার-ফেস্টুন আর স্লোগানে মুখরিত হয়ে উঠেছে ময়মনসিংহের রাজপথ।

মঙ্গলবার দুপুর ১২টার পর থেকেই নগরীর বিভিন্ন প্রবেশপথ দিয়ে নেতা-কর্মীদের ঢল নামতে শুরু করে। টাউন হল, নতুন বাজার, চরপাড়া ও পাটগোদাম ব্রিজসহ প্রতিটি মোড় থেকে বিএনপি, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা বিশাল বিশাল মিছিল নিয়ে সার্কিট হাউস মাঠের দিকে অগ্রসর হন।

আনন্দমোহন সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি হুজ্জাতুল ইসলাম মুনের নেতৃত্বে একটি বড় মিছিল দুপুরে মাঠে প্রবেশ করে।

নেত্রকোনার দুর্গাপুর থেকে আসা মঞ্জুরুল হক বলেন, আওয়ামী লীগের হাতে দুই হাত হারানোর বিচার এখনো পাইনি। তারেক রহমান নিশ্চিত করবেন সেই বিচার, এ জন্যই এসেছি।

অন্যদিকে, বিএনপি নেতা সারোয়ার হোসেন জানান, অবহেলিত ময়মনসিংহের উন্নয়নের রূপরেখা আজ তারেক রহমানের কাছ থেকে শোনার অপেক্ষায় আছেন তারা। নারী কর্মীদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। মহিলা দল কর্মী ফারজানা শারমিন বলেন, দীর্ঘ প্রতীক্ষার পর তিনি আসছেন। এলাকার উন্নয়ন ও নারীদের ভাগ্য পরিবর্তনে তার পরিকল্পনা শুনতে আমরা দলে দলে এসেছি।

সার্কিট হাউস মাঠে জনসভা উপলক্ষে ৬৪ ফুট দৈর্ঘ্য ও ৪৪ ফুট প্রস্থের বিশাল মঞ্চ তৈরি করা হয়েছে। তারেক রহমানের ভাষণ যেন সবাই স্পষ্ট শুনতে পান, সেজন্য পুরো এলাকায় ৭০টি মাইক স্থাপন করা হয়েছে। এ ছাড়া মঞ্চে ও তার দুই পাশে বসানো হয়েছে ৪টি বড় এলইডি স্ক্রিন।