অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
সৌদি আরবের পশ্চিমাঞ্চলীয় শহর জেদ্দার এক রাজপ্রাসাদে সন্ত্রাসী হামলা চেষ্টার ঘটনায় নিন্দা জানিয়েছে কাতার। আল জাজিরা সূত্রে জানা যায়, শনিবার জেদ্দার সমুদ্র উপকূলবর্তী আল-সালাম রাজপ্রাসাদে এ হামলা চেষ্টার ঘটনায় হামলাকারী এবং দুজন নিরাপত্তা রক্ষী নিহত হন।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ ঘটনার কঠোর নিন্দা ও প্রতিবাদ জানায় এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে। বিবৃতিতে বলা হয়, পররাষ্ট্র মন্ত্রণালয় পুনরায় স্মরণ করিয়ে দিতে চায় যে, সন্ত্রাসবাদ ও সহিংসতার বিরুদ্ধেই কাতারের অবস্থান।
এ দিকে সৌদি স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র মানসুর আল তুর্কি স্থানীয় সংবাদ মাধ্যমে জানান, রাজপ্রাসাদের ফটকে কালাশনিকভ রাইফেল ও পেট্রোল বোমা সমেত হামলা চালালে দুই নিরাপত্তা রক্ষী নিহত ও আরও তিন জন আহত হন। রক্ষীদের গুলিতে ঘটনাস্থলেই নিহত হন হামলাকারী।
ঘটনার পরেই হামলাকারীর পরিচয় প্রকাশ করে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। জানা যায়, হামলাকারী ২৮ বছরের এক তরুণ, সৌদি নাগরিক মানসুর আল আমরি। হামলার জন্য কথিত জঙ্গি সংগঠন আইএসকে সন্দেহ করা হলেও কোন গোষ্ঠী দায় স্বীকার করেনি এখন পর্যন্ত। তবে মানসুর জানান, ঘটনার তদন্ত শুরু হয়েছে।
উল্লেখ্য, সন্ত্রাসবাদের সহযোগিতার অভিযোগে কাতারের প্রতি গত জুন মাস থেকে নিষেধাজ্ঞা আরোপ করে সৌদি আরব নেতৃত্বাধীন প্রধান কয়েকটি আরব দেশ। যদিও কাতার তার বিরুদ্ধে আনা অভিযোগ বরাবরের মতোই অস্বীকার করেছে।
আকাশ নিউজ ডেস্ক 
























