আকাশ বিনোদন ডেস্ক :
দীর্ঘ বিরতির পর আবারও পরিচালক হিসেবে সিনেমা বানাতে প্রস্তুত ফারাহ খান। জনপ্রিয় কোরিওগ্রাফার-পরিচালক তার সাম্প্রতিক ইউটিউব ভ্লগে পরবর্তী ছবি নিয়ে গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিয়েছেন, যা ভক্তদের মধ্যে নতুন করে উন্মাদনা তৈরি করেছে। ফারাহর ভাষ্যমতে, তার পরবর্তী ছবি হবে শাহরুখ খানকে নিয়ে।
‘ম্যায় হু না’, ‘ওম শান্তি ওম’ ও ‘তিস মার খান’-এর মতো আলোচিত ছবি পরিচালনা করা ফারাহ সম্প্রতি অভিনেতা নাকুল মেহতার মুম্বাইয়ের বাড়িতে গিয়ে একটি ইউটিউব ভ্লগ শুট করেন। তাদের আড্ডার এক পর্যায়ে নাকুল বলেন, তিনি ফারাহর পরিচালনা করা আগের ধাঁচের সিনেমাগুলো খুব মিস করেন। এর উত্তরে ফারাহ জানান, তিনি শিগগিরই নতুন ছবির কাজ শুরু করবেন।
ফারাহ বলেন, ‘আমার বাচ্চারা কলেজে ওঠার পরেই আমি সিনেমা বানাতে শুরু করব। পরিচালনায় ফেরার জন্য আমার পুরো পরিকল্পনা তৈরি আছে। মনে হচ্ছে, এই বছরের শেষের দিকেই কাজ শুরু করতে পারি।’
রসিকতার সুরে তিনি আরও বলেন, ইউটিউব ছাড়ার কোনো পরিকল্পনা নেই, কারণ সন্তানদের খরচ চালাতেই তাকে কাজ করতে হবে। নাকুল যখন প্রশ্ন করেন ইউটিউব কি তার ছবির প্রযোজক হবে, তখন ফারাহ মজা করে বলেন, ‘আমি যদি ছবি বানাই, তাহলে শাহরুখকে নিয়েই করব। না হলে ইউটিউব ভ্লগিংই করে যাব।’
ফারাহ খানের সর্বশেষ পরিচালিত ছবি ছিল ‘হ্যাপি নিউ ইয়ার’। দীর্ঘ এক যুগ আগে মুক্তিপ্রাপ্ত এই ছবিতে শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন, সোনু সুদ ও বোমান ইরানি অভিনয় করেন যা বক্স অফিসে সাফল্য পায়।
এদিকে, ২০২৫ সালে কাছের লোকেদের উৎসাহেই ইউটিউব ভ্লগ শুরু করেন ফারাহ। ভ্লগে তার রাঁধুনি দিলীপের সঙ্গে মজাদার আলাপ ও হাস্যরসাত্মক উপস্থাপনা খুব দ্রুতই তাকে সামাজিক মাধ্যমে জনপ্রিয় করে তোলে।
অন্যদিকে, শাহরুখ খানকে সর্বশেষ দেখা গেছে ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ডানকি ছবিতে। সে বছর বক্স অফিসে রীতিমতো রাজত্ব করেন এ অভিনেতা। চলতি বছরেই সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ ছবির মধ্য দিয়ে আবারও বড় পর্দায় ফিরবেন বলিউড বাদশাহ।
আকাশ নিউজ ডেস্ক 























