আকাশ স্পোর্টস ডেস্ক :
কাগজে-কলমে তারকায় ঠাসা দল হয়েও টানা দুই ম্যাচ হেরে বিপিএলে চাপে পড়েছে রংপুর রাইডার্স। নোয়াখালী এক্সপ্রেস ও রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে হারের পর দলের পারফরম্যান্স নিয়ে হতাশা প্রকাশ করেছেন অধিনায়ক নুরুল হাসান সোহান। তার মতে, দলে বড় নাম থাকলেও জয়ের জন্য সবাইকে আরও বেশি দায়িত্ব নিতে হবে।
টুর্নামেন্ট শুরুর আগে সরাসরি চুক্তিতে সোহান ও মোস্তাফিজুর রহমানকে দলে নেয় রংপুর। নিলাম থেকে যুক্ত হন লিটন দাস, তাওহীদ হৃদয়, নাহিদ রানা ও মাহমুদউল্লাহর মতো তারকারা। বিদেশি ক্রিকেটারদের তালিকায় রয়েছেন ফাহিম আশরাফ, খুশদিল শাহ, ইফতিখার আহমেদ, খাওয়াজা নাফে, সুফিয়ান মুকিম, ডেভিড মালান ও কাইল মেয়ার্স।
এত শক্তিশালী স্কোয়াড থাকা সত্ত্বেও বর্তমানে পয়েন্ট টেবিলের তিন নম্বরে রয়েছে রংপুর। সাত ম্যাচে চারটিতে জয় পেয়েছে দলটি।
দলের পারফরম্যান্স নিয়ে সোহান বলেন,‘দলে অনেক বড় নাম আছে, কিন্তু আমাদের সবাইকে দায়িত্বের জায়গা থেকে আরও বেশি দায়িত্ব নিতে হবে। গত দুই ম্যাচ আমরা খুব বাজেভাবে হেরেছি।’
তিনি আরও যোগ করেন,‘বোলিং, ব্যাটিং বা ফিল্ডিং সব জায়গায় আমাদের দল হিসেবে খেলতে হবে। লিগ পর্বে এখনও তিনটি ম্যাচ বাকি আছে। আমরা এখনও শতভাগ পারফরম্যান্স দিতে পারিনি। তিন বিভাগেই যখন ভালো করতে পারব, তখনই ভালো ফল আসবে।’
রবিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রাজশাহীর বিপক্ষে ম্যাচে তাওহীদ হৃদয়ের ৯৭ রানের ইনিংসে ভর করে ১৭৮ রান তোলে রংপুর। তবে জবাবে মুহাম্মদ ওয়াসিম ও নাজমুল হোসেন শান্তর দুর্দান্ত ব্যাটিংয়ে সাত উইকেটের জয় পায় রাজশাহী।
হারের পেছনে ফিল্ডিংয়ের দুর্বলতাকে দায়ী করেন সোহান। যদিও হৃদয়ের ব্যাটিংয়ের প্রশংসা করতে ভুলেননি তিনি।
আকাশ নিউজ ডেস্ক 



















